শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ২২ জুলাই ২০১৯, ০০:০০
বর্মিদের জাতীয় পোশাক-

মংডুর পথে

১০। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের কী বলা হয়?

ক. আদিবাসী

খ. প্রবাসী

গ. অভিবাসী

ঘ. অধিবাসী

সঠিক উত্তর : গ. অভিবাসী

১১। মহিলাদের দোকানগুলো কেমন ছিল?

ক. উচ্চমানের

খ. সাধারণ মানের

গ. মাঝারি মানের

ঘ. অতিসাধারণ মানের

সঠিক উত্তর : ঘ. অতিসাধারণ মানের

১২। 'পরীক্ষার সময় বেশি না থাকায় আমজাদ নিরবচ্ছিন্ন পড়াশোনা করছে।'-উদ্দীপকে ব্যবহৃত 'নিরবচ্ছিন্ন' শব্দটি 'মংডুর পথে' রচনায় কোন অর্থে প্রযোজ্য?

ক. ঘর থেকে বিচ্ছিন্ন

খ. নিরন্তর

গ. নীরবে বিচ্ছিন্ন

ঘ. ধীরে ধীরে

সঠিক উত্তর : খ. নিরন্তর

১৩। নিচের কোনটি বর্মি (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে?

ক. পুলিশ

খ. শার্ট

গ. লুঙ্গি

ঘ. কাঁচি

সঠিক উত্তর : গ. লুঙ্গি

১৪। লেখক যে হোটেলে জায়গা পেলেন, সেটি চতুর্থ শ্রেণির হোটেল। তিনি ব্যাপারটি কীভাবে বুঝলেন?

র. কাঠের মেঝে ও দেয়াল দেখে

রর. চাষা জমির মতো তোশক দেখে

ররর. মশারিতে উৎকট দুর্গন্ধ পেয়ে

নিচের কোনটি সঠিক?

ক. রখ. রর

গ. র ও রররঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৫। আদি চট্টগ্রাম অঞ্চলের খাবারের বৈশিষ্ট্য-

র. পোড়া লঙ্কা

রর. নুন-তেল

ররর. লেবুপাতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররখ. র ও ররর

গ. রর ও রররঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৬। মংডুর পথে নেমে অচেনা আবেগ উপচে পড়ল লেখকের-

র. মাথায়

রর. মুখে-চোখে

ররর. কান ও হৃদয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররখ. র ও ররর

গ. রর ও রররঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

১৭। বর্মিদের জাতীয় পোশাক-

র. শার্ট ও বর্মি কোট

রর. বর্মি টুপি ও লুঙ্গি

ররর. দুই ফিতার মজবুত স্যান্ডেল

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররখ. র ও ররর

গ. রর ও রররঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৮. 'মংডুর পথে' রচনাটি পাঠের উদ্দেশ্য-

র. প্রতিবেশী দেশের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে জানা

রর. একটি দেশ সম্পর্কে জানার আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি

ররর. নিছক আনন্দের জন্য পড়া

নিচের কোনটি সঠিক?

ক. রখ. রর

গ. র ও ররঘ. র, রর, ররর

সঠিক উত্তর : গ. র ও রর

সুখী মানুষ

১। 'সুখী মানুষ' নাটিকায় কোন বিষয়টি লেখক তুলে ধরতে চেয়েছেন?

ক. সৎপথে সম্পদ উপার্জন

খ. মানুষকে ভুল বোঝানোর ফল

গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক

ঘ. কবিরাজের কীর্তি

সঠিক উত্তর : ক. সৎপথে সম্পদ উপার্জন

২। 'সুখী মানুষ' নাটিকায় সুখী মানুষের কী ছিল না?

ক. সম্পদ

খ. খাদ্য

গ. জামা

ঘ. শ্রমশক্তি

সঠিক উত্তর : গ. জামা

৩। 'তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব'- সংলাপটি কার?

ক. লোকের

খ. মোড়লের

গ. হাসু মিয়ার

ঘ. রহমতের

সঠিক উত্তর : ঘ. রহমতের

৪। 'হিমালয় পাহাড় তুলে আনব'- এই উক্তিটি কে করেছেন?

ক. রহমত

খ. হাসু

গ. কবিরাজ

ঘ. লোক

সঠিক উত্তর : ক. রহমত

৫। ফতুয়াটি কোন মানুষের হতে হবে?

ক. সুখী মানুষের

খ. দুঃখী মানুষের

গ. চিকন মানুষের

ঘ. মোটা মানুষের

সঠিক উত্তর : ক. সুখী মানুষের

৬। মোড়লের জীবনে শান্তি ছিল না কেন ?

ক. কোনো ছেলেসন্তান ছিল না বলে

খ. স্ত্রী অসুস্থ ছিল বলে

গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে

ঘ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায়

সঠিক উত্তর : গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে

৭। মোড়লের চাকর রহমত আলী কেমন মানুষ ছিল?

ক. বিশ্বাসী

খ. অবিশ্বাসী

গ. দুঃখী

ঘ. অকৃতজ্ঞ

সঠিক উত্তর : ক. বিশ্বাসী

৮। কবিরাজ কার জামা সংগ্রহ করতে বললেন?

ক. দুঃখী মানুষের

খ. সুখী মানুষের

গ. পীড়িত মানুষের

ঘ. মুমূূর্ষু মানুষের

সঠিক উত্তর : খ. সুখী মানুষের

৯। মোড়লের মুখে শরবত কে দিয়েছে?

ক. রহমত

খ. হাসু

গ. কবিরাজ

ঘ. লোক

সঠিক উত্তর : ক. রহমত

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59241 and publish = 1 order by id desc limit 3' at line 1