শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে আন্তর্জাতিক সম্মেলন

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২১ জুলাই ২০১৯, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী 'উন্নয়নশীল দেশে টেকসই উন্নয়ন' বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সম্মেলনে বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে শিক্ষক, গবেষক, উন্নয়ন সহযোগী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পেশাজীবী বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন। সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারাহা নওয়াজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবীর।

দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন ১২টি টেকনিক্যাল সেশন ও দ্বিতীয় দিন (শনিবার) ২২টি টেকনিক্যাল সেশনে মোট ১৭৫টি প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনের প্রথম দিনে ড. কেএম বাহারুল ইসলাম (ভারত), অধ্যাপক ড. কাসেমসার্ন চোটচাকনপান্ত (থাইল্যান্ড), অধ্যাপক ড. জুলকারনায়েন এ হাতা (মালয়েশিয়া) ও অধ্যাপক ড. রামচন্দ্র ধাকাল (নেপাল) কি-নোট পেপার উপস্থাপন করেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মেলন স্মারক উপহার দেয়া হয়। এ ছাড়া সম্মেলনে আসা নেপালের পোখরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মৃতিচিহ্ন উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59131 and publish = 1 order by id desc limit 3' at line 1