শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ২১ জুলাই ২০১৯, ০০:০০
'পুণ্যাহ' অনুষ্ঠান -

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

বাংলা নববর্ষ

১২। 'পুণ্যাহ' অনুষ্ঠানের বিশেষত-

র. প্রজারা আমন্ত্রিত হতেন

রর. খাজনা আদায় হতো

ররর. মিষ্টিমুখ করানো হতো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

রাকিব সংবাদকর্মী হিসেবে ইংল্যান্ডের রানীর হীরকজয়ন্তী উৎসবে যোগ দিলেন। রানীর প্রজাদর্শন পর্ব দেখে রাকিবের বাঙালির জাতীয় উৎসবের হারিয়ে যাওয়া অনুষ্ঠানের কথাই মনে এলো।

১৩। উদ্দীপকের রানীর প্রজাদর্শনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনুষ্ঠান কোনটি?

ক. পুণ্যাহ

খ. আমানি

গ. কুচকাওয়াজ

ঘ. হালখাতা

সঠিক উত্তর : ক. পুণ্যাহ

১৪। অনুষ্ঠানের মূল ভাবটিতে কী ফুটে উঠেছে?

ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান

খ. অঞ্চলভিত্তিক পালনীয় অনুষ্ঠান

গ. সামরিক শাসন জারি

ঘ. ব্যবসায়ীদের পালনীয় অনুষ্ঠান

সঠিক উত্তর : ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান

১৫। বৈশাখী মেলা কেন তাৎপর্যপূর্ণ?

ক. অনেক কিছু কেনা যায় বলে

খ. অনেক মানুষের সমাগম হয় বলে

গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে

ঘ. আপনজনদের মিলন হয় বলে

সঠিক উত্তর : ঘ. আপনজনদের মিলন হয় বলে

১৬। বাকিতে বিকিকিনি করা লোকজন কোন উৎসবে যোগ দিতেন?

ক. হালখাতায়

খ. পুণ্যাহে

গ. মেলায়

ঘ. ভোজসভায়

সঠিক উত্তর : ক. হালখাতায়

১৭। বাংলা নববর্ষ উৎসব বাঙালির জীবনে কিসের প্রতীক?

ক. সৌভাগ্যের

খ. আনন্দের

গ. গৌরবের

ঘ. বিপস্নবের

সঠিক উত্তর : গ. গৌরবের

১৮। দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাতেন কেন?

ক. বছরের প্রথম দিন বলে

খ. টাকা-পয়সা আদায়ের জন্য

গ. হালখাতার জন্য

ঘ. মিষ্টিমুখ করানোর জন্য

সঠিক উত্তর : গ. হালখাতার জন্য

মংডুর পথে

১। 'মংডুর পথে' কোন ধরনের রচনা?

ক. ভ্রমণকাহিনী

খ. আত্মজীবনী

গ. গল্প

ঘ. উপন্যাস

সঠিক উত্তর : ক. ভ্রমণকাহিনী

২। 'মংডু' শহর মিয়ানমারের কোন সীমান্তে?

ক. পূর্ব

খ. পশ্চিম

গ. উত্তর

ঘ. দক্ষিণ

সঠিক উত্তর : খ. পশ্চিম

৩। 'বৃষ্টি শিরীষ' কী?

ক. গাছ

খ. বৃষ্টির পানির ফোঁটা

গ. বৃষ্টি মাপার যন্ত্র

ঘ. শিলাবৃষ্টি

সঠিক উত্তর : গ. বৃষ্টি মাপার যন্ত্র

৪। লেখক মংডুতে তখনো কী দেখেননি?

ক. প্যান্ট

খ. লুঙ্গি

গ. গেঞ্জি

ঘ. শার্ট

সঠিক উত্তর : ক. প্যান্ট

৫। 'বৌদ্ধ ভিক্ষু' শব্দটির বর্মি রূপ কোনটি?

ক. চীবর

খ. ফুঙ্গি

গ. বঙ্গি

ঘ. থামি

সঠিক উত্তর : খ. ফুঙ্গি

৬। লেখক 'মংডুর পথে' প্রবন্ধে মানুষের কোন বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন?

ক. সহজাত জীবনযাপন

খ. ভ্রমণপিপাসা

গ. জীবনের অভিজ্ঞতা

ঘ. দুর্দশার বাস্তব চিত্র

সঠিক উত্তর : ক. সহজাত জীবনযাপন

৭। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?

ক. নারীরা স্বাধীন

খ. নারীরা পরাধীন

গ. নারীরা পরনির্ভরশীল

ঘ. নারীরা অনেকটা স্বাধীন

সঠিক উত্তর : গ. নারীরা পরনির্ভরশীল

৮। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

ক. পূর্ব

খ. পশ্চিম

গ. উত্তর

ঘ. দক্ষিণ

সঠিক উত্তর : ক. পূর্ব

৯। লেখকের হাতে ও কাঁধে কী ছিল?

ক. বাক্স

খ. বস্তা

গ. ঝোলাঝুলি

ঘ. পাত্র

সঠিক উত্তর : গ. ঝোলাঝুলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59126 and publish = 1 order by id desc limit 3' at line 1