বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২০ জুলাই ২০১৯, ০০:০০
মাইটোকন্ড্রিয়া

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায় - ৩

৩২। মাইটোকন্ড্রিয়ার আকৃতি কেমন হতে পারে?

উত্তর : দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার

৩৩। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?

উত্তর : শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা।

৩৪। নিউক্লিয়াস কাকে বলে?

উত্তর : প্রোটোপস্নাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিকে নিউক্লিয়াস বলে।

৩৫। কোষের কোন অঙ্গাণুকে শক্তির আধার বলে?

উত্তর : মাইটোকন্ড্রিয়াকে

৩৬। নিউক্লিয়াসের আকৃতি কেমন হতে পারে?

উত্তর : গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার

৩৭। প্রোটোপস্নাজম এর কোন অংশ কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে?

উত্তর : নিউক্লিয়াস

৩৮। নিউক্লিয়াস প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?

উত্তর : ৪টি

৩৯। নবীন কোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায়?

উত্তর : কোষের কেন্দ্রে

৪০। নিউক্লিয়পস্নাজম কী?

উত্তর : নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটিকে নিউক্লিয়পস্নাজম বলে।

৪১। নিউক্লিয়পস্নাজমের মধ্যে কী থাকে?

উত্তর : ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস

৪২। নিউক্লিওলাস কাকে বলে?

উত্তর : নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে নিউক্লিওলাস বলে।

৪৩। নিউক্লিয়াসের কোন অংশ তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে?

উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন

৪৪। ক্রোমাটিন তন্তু কাকে বলে?

উত্তর : নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুন্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমাটিন তন্তু বলে।

৪৫। নিউক্লিয়াসের কোন অংশ সাইটোপস্নাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে

আলাদা করে রাখে?

উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন

৪৬। নিউক্লিয়াসের কোন অংশ কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : ক্রোমাটিন তন্তু

৪৭। নিউক্লিয়াসের কোন অংশ জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়?

উত্তর : ক্রোমাটিন তন্তু

৪৮। নিউক্লিয়াসকে ঘিরে রাখে নিউক্লিয়াসের কোন অংশ?

উত্তর : নিউক্লিয়ার মেমব্রেন

অধ্যায়-৪

১। কোন উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়?

উত্তর : আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে

২। বিটপ কাকে বলে?

উত্তর : উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে।

৩। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলার কারণ কী?

উত্তর : কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ।

৪। কান্ড কী?

উত্তর : প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটিকে কান্ড বলে।

৫। পাতা কী?

উত্তর : শাখা-প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটিকে পাতা বা পত্র বলে।

৬। মরিচ গাছের ফলকে কী বলে?

উত্তর : মরিচ

৭। মূল কী?

উত্তর : উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশকে মূল বলে।

৮। সাধারণত মূল কী হতে উৎপন্ন হয়?

উত্তর : ভ্রূণমূল হতে

৯। প্রধান মূল থেকে কী উৎপন্ন হয়?

উত্তর : শাখা মূল

১০। শাখা মূল থেকে কী উৎপন্ন হয়?

উত্তর : প্রশাখা মূল

১১। সাধারণত মানুষ উদ্ভিদের মাটির নিচের অংশকে কী মনে করে?

উত্তর : মূল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58895 and publish = 1 order by id desc limit 3' at line 1