মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২০ জুলাই ২০১৯, ০০:০০
পাল যুগের শিল্পকর্ম

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

পঞ্চম অধ্যায়

৪৮। দেবদেবীর মূর্তিগুলো কীভাবে নির্মিত হয়েছিল?

(ক) শিল্পীর নির্দেশনায়

(খ) শাস্ত্রীয় অনুশাসন মেনে

(গ) রাজাদের নামানুসারে

(ঘ) ঋষিদের নির্দেশনায়।

সঠিক উত্তর: (খ) শাস্ত্রীয় অনুশাসন মেনে

৪৯। কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ হিসেবে অধিক যুক্তিযুক্ত?

(ক) ৮-১২শতক

(খ) ৮-১৩শতক

(গ) ৮-১৪শতক

(ঘ) ৮-১৫শতক

সঠিক উত্তর: (ক) ৮-১২ শতক

৫০। প্রাচীন যুগের কোনটি রোগের আরোগ্য পূজা হিসেবে সমর্থযোগ্য?

(ক) চন্দ্র দেবতা

(খ) তারকা দেবতা

(গ) সূর্য দেবতা

(ঘ) বৃক্ষ দেবতা।

সঠিক উত্তর: (গ) সূর্য দেবতা

৫১। প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগটি স্মরণীয়?

(ক) পাল যুগ

(খ) সেন যুগ

(গ) আর্য যুগ

(ঘ) গুপ্ত যুগ।

সঠিক উত্তর: (ক) পাল যুগ

৫২। বাংলায় প্রবেশকৃত বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে অন্যতম হলো-

(র) অস্ট্রিক

(রর) ভোট-চীনা

(ররর) আর্য।

\হনিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

৫৩। প্রাচীনকালের ব্যবসায়-বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি অধিক কার্যকর ছিল?

(ক) বিনিময় প্রথা

(খ) কর প্রথা

(গ) দাস প্রথা

(ঘ) সামাজিক প্রথা।

সঠিক উত্তর: (ক) বিনিময় প্রথা

৫৪। বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) কৃষির উন্নতি

(খ) জীবনযাত্রার মান বৃদ্ধি

(গ) শিল্পের উন্নতি

(ঘ) খনিজসম্পদের প্রাচুর্যতা।

সঠিক উত্তর: (গ) শিল্পের উন্নতি

৫৫। বাংলার সবচেয়ে প্রচীন স্তূপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক পরিচিত?

(ক) পাহাড়পুরের ব্রোঞ্চস্তূপ

(খ) আশরাফপুরের ব্রোঞ্চস্তূপ

(গ) মহাস্তানগড়ের ব্রোঞ্চস্তূপ

(ঘ)ময়নামতির ব্রোঞ্চস্তূপ

সঠিক উত্তর: (খ) আশরাফপুরের ব্রোঞ্চস্তূপ

৫৬। বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল কেন ?

(ক) বস্ত্র শিল্পের জন্য

(খ) কৃষির জন্য

(গ) খেলাধুলার জন্য

(ঘ) মৎস্য শিল্পের জন্য।

সঠিক উত্তর: (ক) বস্ত্র শিল্পের জন্য

৫৭। প্রাচীনকালে কীভাবে গ্রাম গড়ে তুলত?

(ক) মহিলা পুরুষ ভিন্ন ভিন্নভাবে

(খ) সবাই মিলে একত্রে

(গ) যার যার মতো করে

(ঘ) আলাদা আলাদাভাবে।

সঠিক উত্তর: (খ) সবাই মিলে একত্রে

৫৮। আর্যদের সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল কোনটি?

(ক) ধর্ম প্রথা

(খ) দাস প্রথা

(গ) জাতিভেদ প্রথা

(ঘ) যুদ্ধ প্রথা।

সঠিক উত্তর: (গ) জাতিভেদ প্রথা

৫৯। বৈশ্যদের পেশা কী ছিল?

(ক) কৃষিকাজ করা

(খ) যুদ্ধ করা

(গ) জ্ঞানদান করা

\হ(ঘ) ব্যবসা-বাণিজ্য করা।

সঠিক উত্তর: (ঘ) ব্যবসা-বাণিজ্য করা

৬০। বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) মধ্যম আকৃতির দেহ

(খ) সাদা চুল

(গ) শ্বেতাঙ্গ

(ঘ) ছোট আকৃতির দেহ।

সঠিক উত্তর: (ক) মধ্যম আকৃতির দেহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58893 and publish = 1 order by id desc limit 3' at line 1