বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
নতুনধারা
  ১৯ জুলাই ২০১৯, ০০:০০

শূন্যস্থান পূরণ

১৯১। - ফুডে খাদ্য আঁশ নেই।

উত্তর : জাঙ্ক

১৯২। সব উৎসের পানি - নয়।

উত্তর : নিরাপদ

১৯৩। চাঁদের নিজস্ব - নেই।

উত্তর : আলো

১৯৪। শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে - ব্যবহার করা হয়।

উত্তর : এক্স-রে

১৯৫। মাটিদূষণের জন্য দায়ী -।

উত্তর : পস্নাস্টিক

১৯৬। বন্যা - দূষণের প্রাকৃতিক কারণ।

উত্তর : পরিবেশ

১৯৭। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে - বলা হয়।

উত্তর : বিজ্ঞান

১৯৮। সূর্যের - আলো আছে।

উত্তর : নিজের

১৯৯। ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে - প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।

উত্তর : সালোকসংশ্লেষণ

২০০। উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও - বায়ুতে ছাড়ে।

উত্তর : অক্সিজেন

২০১। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে - ওপর নির্ভরশীল।

উত্তর : উদ্ভিদের

২০২। দূষিত পানি - জন্য ক্ষতিকর।

উত্তর : জীবনের

২০৩। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি -।

উত্তর : ফুটানো

২০৪। পানি ফুটতে শুরু করার পর - তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়।

উত্তর : ২০ মিনিট

২০৫। জলীয়বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে - হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।

উত্তর : ঠান্ডা

২০৬। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা পরিণত হয় -।

উত্তর : বরফে

২০৭। বায়ুপ্রবাহের কারণে - মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়।

উত্তর : জলীয়বাষ্প

২০৮। মেঘের পানিকণাগুলো - বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।

উত্তর : খুব বেশি ঠান্ডায়

২০৯। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় - প্রভাবে।

উত্তর : বায়ুপ্রবাহের

২১০। পাট পচানো পানিদূষণের -।

উত্তর : কারণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58773 and publish = 1 order by id desc limit 3' at line 1