logo
মঙ্গলবার ১৫ অক্টোবর, ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
বৃষ্টির পানি সংরক্ষণ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-৬

১৪. কালবৈশাখীর প্রভাবে কোনটি ঘটে?

ক. বনভূমি তছনছ হয়

খ. বাড়িঘর ভেঙে পড়ে

গ. পুরো দেশ বিপর্যস্ত হয়

ঘ. নানা ক্ষয়ক্ষতি সাধিত হয়

সঠিক উত্তর : খ. বাড়িঘর ভেঙে পড়ে

১৫. খরা প্রতিরোধে গ্রহণীয় পদক্ষেপ কোনটি হতে পারে?

ক. ভূগর্ভস্থ পানির সঞ্চয়

খ. বৃষ্টির পানি সংরক্ষণ

গ. পানির অনিয়ন্ত্রিত ব্যবহার

ঘ. কৃষিব্যবস্থা নিয়ন্ত্রণ

সঠিক উত্তর : খ. বৃষ্টির পানি সংরক্ষণ

১৬. ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি বেশি হয়-

র. সতর্কবাণী মেনে না চললে

রর. আশ্রয়স্থলের প্রাচুর্য থাকলে

ররর. করণীয় সম্পর্কে অভিজ্ঞতার অভাব থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১৭. প্রতিকূল আবহাওয়া জনজীবনে কোনটি বয়ে আনে?

ক. গতিশীলতা

খ. প্রাণচাঞ্চল্য

গ. দুর্ভোগ

ঘ. অসহায়ত্ব

সঠিক উত্তর : গ. দুর্ভোগ

উদ্দীপকটি পড় ১৮ ও ১৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

বকর বঙ্গোপসাগর-তীরবর্তী সমিতিপাড়ায় গিয়ে দেখতে পায় বাতাস প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসছে। নিমেষেই সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে উপকূল পস্নাবিত করে দেয়।

১৮. উলিস্নখিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়?

ক. বন্যা

খ. খরা

গ. ঘূর্ণিঝড়

ঘ. নদীভাঙন

সঠিক উত্তর : গ. ঘূর্ণিঝড়

১৯. ওই দুর্যোগের ফলে বাংলাদেশে-

র. নিম্নাঞ্চল পস্নাবিত হয়

রর. উপকূল পস্নাবিত হয়

ররর. প্রবল জলোচ্ছ্বাস হয়

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২০. কোন এলাকার কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়?

ক. ১০ থেকে ২০

খ. ২০ থেকে ৩০

গ. ৩০ থেকে ৪০

ঘ. ৪০ থেকে ৫০

সঠিক উত্তর : গ. ৩০ থেকে ৪০

২১. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?

ক. উপক্রান্তীয়

খ. ক্রান্তীয়

গ. মেরুদেশীয়

ঘ. নিরক্ষীয়

সঠিক উত্তর : খ. ক্রান্তীয়

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে নদীর দুকূল বেয়ে পানি হাজীপাড়া গ্রাম পস্নাবিত করেছে। গ্রামবাসী নিরুপায় হয়েই বাড়িঘর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে যাচ্ছে।

২২. উদ্দীপকে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে?

ক. টর্নেডো

খ. বন্যা

গ. ঘূর্ণিঝড়

ঘ. জলোচ্ছ্বাস

সঠিক উত্তর : খ. বন্যা

২৩. ওই দুর্যোগের ফলে বাংলাদেশে-

র. মাটিতে পলি জমে

রর. জানমালের ক্ষতি হয়

ররর. ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৪. বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে যেসব অঞ্চল-

র. পাবনা ও সিলেট

রর. রংপুর ও চট্টগ্রাম

ররর. বরিশাল ও কুমিলস্না

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে