বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ২৬ জুন ২০১৯, ০০:০০
কুটির শিল্প

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-৪

১। কোন শিল্পে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত?

ক. ক্ষুদ্র

খ. বৃহৎ

গ. মাঝারি

ঘ. কুটির

সঠিক উত্তর : খ. বৃহৎ

২। মাঝারি ও বেশি আয়ের মানুষ কোন পেশায় নিযুক্ত?

ক. চাকরি

খ. কৃষি

গ. রাজমিস্ত্রি

ঘ. ডাক্তার

সঠিক উত্তর : ক. চাকরি

৩। জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে-

র. কৃষি

রর. শিল্প

ররর. শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

৪। একসময় কোনটি ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিসামগ্রী?

ক. ধান

খ. গম

গ. ভুট্টা

ঘ. পাট

সঠিক উত্তর : ঘ. পাট

৫। কুটির শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত কে করে থাকেন?

ক. শ্রমিক

খ শুধু নারী শ্রমিক

গ. মালিক নিজে

ঘ. প্রতিনিধি

সঠিক উত্তর : গ. মালিক নিজে

৬। কৃষির পর দেশের বিরাটসংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে কোন খাত থেকে?

ক. কৃষি

খ. শিক্ষা

গ. চিকিৎসা

ঘ. শিল্প

সঠিক উত্তর : ঘ. শিল্প

৭। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান কীরূপ?

ক. লাখ লাখ বেকারের কর্মসংস্থান

খ. মানুষ সংস্কারমুক্ত হচ্ছে

গ. কৃষি খাতের ধ্বংস সাধন করছে

ঘ. সবকিছুই যান্ত্রিক হয়ে পড়ছে

সঠিক উত্তর : ক. লাখ লাখ বেকারের কর্মসংস্থান

৮। কুটির শিল্পে উৎপাদন ও বিপণন কিভাবে চলে?

ক. মালিকের নিজ পরিবারের সদস্যদের সহযোগিতায়

খ. মালিকের আত্মীয়স্বজনের সহায়তায়

গ. সামাজিক সংঘ ও সমিতির মাধ্যমে

ঘ. ট্রেড ইউনিয়নের মাধ্যমে

সঠিক উত্তর : ক. মালিকের নিজ পরিবারের সদস্যদের সহযোগিতায়

৯। কোনটি বাংলাদেশের একটি বৃহৎ শিল্পের উদাহরণ?

ক. ইঞ্জিনিয়ারিং

খ. চালকল

গ. পস্নাস্টিক কারখানা

ঘ. সিরামিক

সঠিক উত্তর : ক. ইঞ্জিনিয়ারিং

১০। বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানির নাম কী?

ক. শিল্পবাণিজ্য

খ. আন্তঃবাণিজ্য

গ. মুক্তবাণিজ্য

ঘ. বৈদেশিক বাণিজ্য

সঠিক উত্তর : ঘ. বৈদেশিক বাণিজ্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55264 and publish = 1 order by id desc limit 3' at line 1