বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বাকৃবির বাজেট অনুমোদন

  ২৪ জুন ২০১৯, ০০:০০
বাকৃবির বাজেট অনুমোদন
বাকৃবির বাজেট অনুমোদন

শিক্ষা জগৎ ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রায় ২৯৫ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ২২ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আয়োজিত ৩১৮তম সিন্ডিকেট অধিবেশনে বাজেট ঘোষণা করা হয়। জানা গেছে, গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দের পরিমাণ ১.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে মোট বাজেটের ৮২ শতাংশ খরচ হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধাবাবদ এবং মাত্র ২ শতাংশ খরচ হবে গবেষণা খাতে।

সিন্ডিকেট অধিবেশনে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ছাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান, বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, বিএফআরআইয়ের সাবেক মহাপরিচালক ড. গোলাম হোসেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম, বাকৃবির এমিরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মন্ডল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহির উদ্দিন। সভায় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি প্রদান, শিক্ষা, গবেষণা, নিয়োগ এবং পর্যায় উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে