logo
শনিবার ২০ জুলাই, ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা   ১৭ জুন ২০১৯, ০০:০০  

নীল বিদ্রোহ

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-১

৩২. বাংলায় সংঘটিত ঐতিহাসিক স্বাধীনতা বিদ্রোহ-

র. সাঁওতাল বিদ্রোহ

রর. নীল বিদ্রোহ

ররর. সিপাহি বিদ্রোহ

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

বাংলার মানুষের বিদ্রোহী চেতনার পরিচয় মেলে তাদের সংগ্রামের মধ্য দিয়ে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাসক ও শোষকদের বিরুদ্ধে বাংলায় প্রথম সফল বিদ্রোহ সংঘটিত হয় একাদশ শতকে। বহু বছরের পাল দুঃশাসনের বিরুদ্ধে এটা ছিল বাঙালির সফল রাষ্ট্রবিপস্নব।

৩৩. কোনটি বাংলা শাসনের স্বর্ণযুগ ছিল?

ক. গোপালের শাসনকাল

খ. দ্বিতীয় মহীপালের শাসনকাল

গ. দেবপালের শাসনকাল

ঘ. পাকিস্তান আমল

সঠিক উত্তর : গ. দেবপালের শাসনকাল

৩৪. ওই শাসনকালের উজ্জ্বলতম দিক-

র. চারশ বছরের শাসন

রর. এ আমলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়

ররর. ধর্মপাল ও দেবপাল ছিলেন সফল শাসক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

অধ্যায়-২

১. পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয়ার পরে বাঙালিরা কোন শ্রেণিতে পরিণত হলো?

ক. শাসক শ্রেণি

খ. শোষিত শ্রেণি

গ. শাসনকারী শ্রেণি

ঘ. শোষণকারী শ্রেণি

সঠিক উত্তর : খ. শোষিত শ্রেণি

২। নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল?

ক. ভাষা আন্দোলন

খ. পাকিস্তান সৃষ্টি

গ. ৬ দফা দাবি

ঘ. গণ-অভু্যত্থান

সঠিক উত্তর : খ. পাকিস্তান সৃষ্টি

৩. পাকিস্তানের প্রথম শ্রেণির পদে শতকরা কত ভাগ বাঙালি নেয়া হতো?

ক. ৫০ ভাগ

খ. ৪০ ভাগ

গ. ২৩ ভাগ

ঘ. ২০ ভাগ

সঠিক উত্তর : গ. ২৩ ভাগ

৪. ১৯৫২ সালে কোথায় গণপরিষদের অধিবেশন বসে?

ক. দিলিস্নতে

খ. কলম্বোতে

গ. ঢাকায়

ঘ. করাচিতে

সঠিক উত্তর : খ. কলম্বোতে

৫. ভাষা আন্দোলনে কিশোর শহিদের নাম কী?

ক. মুহিবুলস্নাহ

খ. সাইফুলস্নাহ

গ. ওহিউলস্নাহ

ঘ. খায়রুলস্নাহ

সঠিক উত্তর : গ. ওহিউলস্নাহ

৬. ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি লাভ করেছে-

র. পরবর্তী আন্দোলনের চেতনা

রর. স্বাধীনতার অনুপ্রেরণা

ররর. বাংলা ভাষার রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে