logo
বুধবার ১৬ অক্টোবর, ২০১৯, ১ কার্তিক ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়   ১৭ জুন ২০১৯, ০০:০০  

নীলনদ

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

দ্বিতীয় অধ্যায়

১। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?

(ক) ২৩টি

(খ) ২৪টি

(গ) ২৫টি

(ঘ) ২৬টি

সঠিক উত্তর : (খ) ২৪টি

২। মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?

(ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল

(খ) অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত

(গ) পুরোহিতরা দেশ শাসন করত

(ঘ) মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল

\হসঠিক উত্তর : (ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবার অভিভূত হয়। অনুষ্ঠান দেখে সীমার একটি সভ্যতার কথা মনে পড়ল এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয়।

\হ

৩। সীমার কোন সভ্যতার কথা মনে পড়ল?

(ক) রোমান

(খ) গ্রিক

(গ) চৈনিক

(ঘ) সিন্ধু।

সঠিক উত্তর : (খ) গ্রিক

৪। এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠতে পারে-

(র) অর্থনৈতিক ঐক্য

(রর) সাংস্কৃতিক ভাব বিনিময়

(ররর) রাজনৈতিক সমঝোতা।

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৫। পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলে?

(ক) পুরোপলীয় যুগ

(খ) নব্য যুগ

(গ) আধুনিক যুগ

(ঘ) বর্তমান যুগ।

সঠিক উত্তর : (ক) পুরোপলীয় যুগ

৬। মিশর কিসের দান?

(ক) লোহিত সাগর

(খ) নীলনদ

(গ) সাহারা মরুভূমির

(ঘ) রাজাদের।

সঠিক উত্তর : (খ) নীলনদ

৭। মিশরীয়রা মৃতদেহ মমি করে রাখত কেন?

(ক) দেহকে তাজা রাখার জন্য

(খ) দেহকে সৎকারের জন্য

\হ(গ) দেহকে জীবিত করার জন্য

(ঘ) দেহকে কবর দেয়ার জন্য।

সঠিক উত্তর : (ক) দেহকে তাজা রাখার জন্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে