শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ২৬ মে ২০১৯, ০০:০০

অধ্যায়-২

১৫. মোবাইল ফোনে ব্যবহৃত স্টোরেজ ডিভাইস কোনটি?

ক. সিম কার্ড

খ. রিবন

গ. স্ক্রিন

ঘ. মেমোরি কার্ড

সঠিক উত্তর: ঘ. মেমোরি কার্ড

১৬. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস কোনটি?

ক. মাউস

খ. কি-বোর্ড

গ. স্ক্যানার

ঘ. মাইক্রোফোন

সঠিক উত্তর: খ. কি-বোর্ড

১৭. জঅগ-এর পূর্ণরূপ কী?

ক. জবধফ অপপবংং গবসড়ৎু

খ. জধহফড়স অপপবংং গবসড়ৎু

গ. জরমযঃ অপপবংং গবসড়ৎু

ঘ. জবফ অপপবংং গবসড়ৎু

সঠিক উত্তর: খ. জধহফড়স অপপবংং গবসড়ৎু

১৮. জঙগ-এর পূর্ণরূপ কী?

ক. জধফ ঙহষু গবসড়ৎু

খ. জবধফ ঙহষু গবসড়ৎু

গ. জরমযঃ ঙহষু গবসড়ৎু

ঘ. জবফ ঙহষু গবসড়ৎু

সঠিক উত্তর: খ. জবধফ ঙহষু গবসড়ৎু

১৯. মেমোরির গতির একক কোনটি?

ক. ঐত

খ. ইুঃব

গ. ইরঃ

ঘ. ঈুপষব

সঠিক উত্তর: খ. ইুঃব

২০. পস্নটার ব্যবহার হয়-

র. আর্কিটেকচারাল নকশা ছাপার কাজে

রর. মানচিত্র ছাপার কাজে

ররর. বড় কাগজ প্রিন্ট করার কাজে

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

অধ্যায়-৩

১. বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি?

ক. বসার ঘর

খ. শোয়ার ঘর

গ. খাবার ঘর

ঘ. পড়ার ঘর

সঠিক উত্তর: ঘ. পড়ার ঘর

২. সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে-

র. ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ না-ও হতে পারে

রর. আন্তরিকতার অভাব থাকে

ররর. প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

৩. কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি-

ক. অসামাজিক হয়ে যেতে পারে

খ. কম্পিউটারে দক্ষ হতে পারে

গ. লেখাপড়ায় ভালো হতে পারে

ঘ. জ্ঞান-বিজ্ঞানে উন্নত হতে পারে

সঠিক উত্তর: ক. অসামাজিক হয়ে যেতে পারে

৪. কীভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদমুক্ত হওয়া যায়?

ক. প্রকাশ্যভাবে ব্যবহার করে

খ. অপ্রকাশ্যভাবে ব্যবহার করে

গ. অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে

গ. রূঢ়তা প্রদর্শন করে

সঠিক উত্তর: ক. প্রকাশ্যভাবে ব্যবহার করে

৫. অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার দাঁড়িয়েছে কিসের ব্যবহারে?

ক. গান শোনা ও ছবি দেখা

খ. তথ্য সংগ্রহ করা

গ. তথ্য সরবরাহ করা

ঘ. ইন্টারনেটে সামাজিক নেটওয়ার্কে সময় কাটানো

সঠিক উত্তর ঘ. ইন্টারনেটে সামাজিক নেটওয়ার্কে

সময় কাটানো

৬. অন্যের ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে যাওয়াকে কী বলে-

ক. ব্রাউজিং

খ. স্মাগলিং

গ. হ্যাকিং

ঘ. ট্যাগিং

সঠিক উত্তর: গ. হ্যাকিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51099 and publish = 1 order by id desc limit 3' at line 1