logo
রোববার ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৭ আশ্বিন ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ২১ মে ২০১৯, ০০:০০  

চুয়েটে পুরস্কার বিতরণ

চুয়েটে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ ও স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন। চুয়েট কর্মচারী ক্লাবের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ শাহ্‌ আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে