শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ২১ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে

কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেয়া হলো

প্রথম অধ্যায়

প্রশ্ন. খাদ্যশৃঙ্খল কী? ধান, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল- এ খাদ্যশৃঙ্খলে ব্যাঙ বিলুপ্ত হলে কী ঘটবে ৪টি বাক্যে লেখ।

উত্তর : সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে। এ সবুজ উদ্ভিদকে খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশে খাদ্য ও খাদকের মধ্যে যেসব ধারাবাহিকতা বিদ্যমান তাকেই খাদ্যশৃঙ্খল বলে।

প্রশ্নে উলিস্নখিত খাদ্যশৃঙ্খল থেকে যদি ব্যাঙ বিলুপ্ত হয়ে যায়, তবে ঘাসফড়িংয়ের সংখ্যা বেড়ে যাবে। এতে ধান ক্ষেতে ঘাসফড়িংয়ের আক্রমণ বেড়ে যাবে। ফলে ধান গাছ ক্ষতিগ্রস্ত হবে, ধানের ফলন কমে যাবে। অন্যদিকে সাপ ও ঈগল খাদ্যের অভাবে মারা যাবে।

প্রশ্ন. উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ৫টি বাক্যে লেখ।

উত্তর : উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও ওষুধসহ বেঁচে থাকার অনেক জিনিস পাই। জীবনধারণের জন্য অপরিহার্য অক্সিজেন আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ। বিভিন্ন প্রাণীকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকেও তৈরি হচ্ছে বিভিন্ন ওষুধ।

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন. পরিবেশ দূষণের উৎস কী? তোমার এলাকার পরিবেশ দূষণ রোধে তোমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় লেখ।

উত্তর : যেসব কারণ পরিবেশের ক্ষতি করে সেগুলোই পরিবেশ দূষণের উৎস। যেমন- বায়ু দূষণের উৎস শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা ইত্যাদি। পানি দূষণের উৎস রাসায়নিক সার, কীটনাশক, কলকারখানার বর্জ্য। আবার মাটি দূষণের উৎস পস্নাস্টিক, পলিথিন ইত্যাদি।

আমার এলাকার পরিবেশ দূষণ রোধে আমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় হলো-

১. পরিবেশ দূষণের কারণ ও পরিবেশ দূষণ হলে মানুষসহ অন্যান্য প্রাণী ও জীবজন্তুর ওপর কী কী প্রভাব পড়তে পারে তা পয়েন্ট আকারে কাগজে লিখে বন্ধুদের দিতে পারি।

২. বন্ধুদের এক জায়গায় জড়ো করে পরিবেশ দূষণ রোধে কী কী পন্থা অবলম্বন করা যায় সে ব্যাপারে আলোচনা করতে পারি।

প্রশ্ন. মাটি দূষণ কাকে বলে? তোমার এলাকার মাটি দূষণের কারণ ৪টি বাক্যে লেখ।

উত্তর : মাটিতে বিভিন্ন ক্ষতিকারক উপাদান যুক্ত হয়ে মাটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়াকে মাটি দূষণ বলে।

আমার এলাকার মাটি দূষণের ৪টি কারণ নিম্নরূপ-

১. বিভিন্ন ধরনের বর্জ্য মাটিতে ফেলা।

২. চাষাবাদের জন্য সার ও কীটনাশক ব্যবহার।

৩. পলিথিন ও পস্নাস্টিক মাটিতে ফেলা।

৪. বন-জঙ্গল ধ্বংস করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50428 and publish = 1 order by id desc limit 3' at line 1