বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

নতুনধারা
  ২১ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বানান

১২। ছেলেটির ওপর চোখ রেখো- এই বাক্যে 'চোখ' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. চক্ষুশূল

খ. সতর্ক হওয়া

গ. দৃষ্টি রাখা

ঘ. দৃষ্টি তুলে নেয়া

সঠিক উত্তর: গ. দৃষ্টি রাখা

১৩। এত দিনে তার রাগ পড়েছে- বাক্যে 'পড়া' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ক্ষমা

খ. নীরব

গ. ভালো হওয়া

ঘ. কমে আসা

সঠিক উত্তর: ঘ. কমে আসা

১৪। তিনি একজন পাকা লোক- এই বাক্যে 'পাকা' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ঝানু

খ. অভিজ্ঞ

গ. পক্ব

ঘ. স্থায়ী

সঠিক উত্তর: খ. অভিজ্ঞ

১৫। বুদ্ধিজীবীরা দেশের মাথা- এই বাক্যে 'মাথা' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. মেধা

খ. জ্ঞান

গ. অভিজ্ঞ

ঘ. শ্রেষ্ঠ

সঠিক উত্তর: ঘ. শ্রেষ্ঠ

১৬। গ্রামের লোকের ওপর তার হাত আছে- এই বাক্যে 'হাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নজর

খ. কুপ্রভাব

গ. প্রভাব

ঘ. অধিকার

সঠিক উত্তর: গ. প্রভাব

১৭। 'মৃতের মতো অবস্থা যার'- এক কথায় কী হবে?

ক. জীবন্মৃত

খ. মুমূর্ষু

গ. মৃতবৎ

ঘ. নির্জীব

সঠিক উত্তর: খ. মুমূর্ষু

১৮। 'যা পূর্বে দেখা যায়নি'- এক কথায় কী হবে?

ক. অদৃষ্ট

খ. দৃষ্টান্ত

গ. অদৃষ্টপূর্ব

ঘ ভূতপূর্ব

সঠিক উত্তর: গ. অদৃষ্টপূর্ব

১৯। 'অন্যদিকে মন যার'- এক কথায় কী হবে?

ক. অন্যমনস্ক

খ. অন্যমনা

গ. আনমনা

ঘ. মনভোলা

সঠিক উত্তর: খ. অন্যমনা

২০। 'অতিশয় স্নিগ্ধ'- এক কথায় কী হবে?

ক. পেলব খ. মেদুর

গ. কোমল ঘ. কমনীয়

সঠিক উত্তর: ক. পেলব

২১। 'যা চেটে খেতে হয়'- এক কথায় কী হবে?

ক. চূষ্য

খ. লেহ

গ. লেহ্য

ঘ. পেয়

সঠিক উত্তর: গ. লেহ্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50425 and publish = 1 order by id desc limit 3' at line 1