বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ২০ মে ২০১৯, ০০:০০
সম্রাট অশোক

প্রশ্ন : কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?

উত্তর : সম্রাট অশোকের আমলে।

প্রশ্ন : রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?

উত্তর : ৩টি। যথা- পুন্ড্রু, গৌড়, বঙ্গ।

প্রশ্ন : প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?

উত্তর : বগুড়া জেলার মহাস্থানগড়ে।

প্রশ্ন : দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়?

উত্তর : মুসলিম শাসনামলের প্রথম দিকে।

প্রশ্ন : ইবহমধষ এবং ইধহমষধ কোন শব্দের রূপান্তর?

উত্তর : ফারসি 'বাঙ্গালাহ' শব্দের।

প্রশ্ন : কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?

উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থে।

প্রশ্ন : সমগ্র বাংলাদেশ 'বঙ্গ' নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?

উত্তর : পাঠান আমলে।

প্রশ্ন : প্রাচীন কর্তসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?

উত্তর : আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।

প্রশ্ন : আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?

উত্তর : ২০০০ খ্রি. পূর্বাব্দে।

প্রশ্ন : আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?

উত্তর : অনার্যদের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50295 and publish = 1 order by id desc limit 3' at line 1