বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
  ১৯ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বিরামচিহ্ন

২৫। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?

ক. দাঁড়ি

খ. কোলন

গ. কমা

ঘ. ড্যাশ

সঠিক উত্তর: গ. কমা

২৬। সমার্থ ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?

ক. কোলন

খ. ড্যাশ

গ. কোলন ড্যাশ

ঘ. হাইফেন

সঠিক উত্তর: ঘ. হাইফেন

২৭। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়?

ক. ইলেক

খ. ড্যাশ

গ. কোলন

ঘ. হাইফেন

সঠিক উত্তর: ঘ. হাইফেন

বানান

১। বাগ্ধ্‌ধনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে-

ক. ধ্বনি

খ. বর্ণ

গ. শব্দ

ঘ. বানান

সঠিক উত্তর: ঘ. বানান

২। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?

ক. বর্ষণ

খ. আকর্ষণ

গ. শোষণ

ঘ. পণ্য

সঠিক উত্তর: ঘ. পণ্য

৩। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?

ক. মুদ্রণ

খ. বিশ্রণ

গ. নগণ্য

ঘ. মসৃণ

সঠিক উত্তর: গ. নগণ্য

৪। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?

ক. লবণ

খ. পন্ডিত

গ. ভাষণ

ঘ. ভূষণ

সঠিক উত্তর: ক. লবণ

৫। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?

ক. বর্ণ

খ. পূণ্য

গ. চরণ

ঘ. ঘর্ষণ

সঠিক উত্তর: খ. পূণ্য

৬। ঋ বা ঋ-কারের পরে দন্ত-স-এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়- এই নিয়মের ব্যতিক্রম শব্দ কোনটি?

ক. কৃষক

খ. কৃষ্ণ

গ. তৃষ্ণা

ঘ. কৃশ

সঠিক উত্তর: ঘ. কৃশ

৭। ঋ বা ঋ-কারের পরে দন্ত-স-এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়- এই নিয়মের ব্যতিক্রম কোনটি?

ক. ঋষি

খ. কৃষ্ণাঙ্গ

গ. কৃশাণু

ঘ. কৃষাণ

সঠিক উত্তর: গ. কৃশাণু

৮। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়- এই নিয়মের ব্যতিক্রম কোনটি?

ক. পর্ষদ

খ. আদর্শ

গ. চিকীর্ষা

ঘ. বর্ষণ

সঠিক উত্তর: খ. আদর্শ

৯। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়- এই নিয়মের ব্যতিক্রম কোনটি?

ক. পরামর্শ

খ. মহর্ষি

গ. বিমর্ষ

ঘ. বর্ষণ

সঠিক উত্তর: ক. পরামর্শ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49999 and publish = 1 order by id desc limit 3' at line 1