শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

কোন সমাজে সতীদাহ প্রথা ছিল?
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৯ মে ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

১০১। ১৭৫৭ সালে উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় -

(ক) আফগানরা

(খ) ইংরেজরা

(গ) পর্তুগিজ

(ঘ) দিনেমার

সঠিক উত্তর : (খ) ইংরেজরা

১০২। কত খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা ভারতবর্ষে পৌঁছান?

(ক) ১৩৯৮ খ্রিষ্টাব্দে

(খ) ১৪৯৮ খ্রিষ্টাব্দে

(গ) ১৫০০ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৫০৭ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তর : (খ) ১৪৯৮ খ্রিস্টাব্দে

১০৩। ইংরেজদের বাংলা দখলের পদ্ধতি ছিল একটি একটি করে রাজ্য দখল। এ আক্রমণের সাথে কোন রাজ্য জড়িত?

(ক) মাদ্রাজ

(খ) চন্দন নগর

(গ) কাশিমবাজার

(ঘ) মুর্শিদাবাদ

সঠিক উত্তর : (ঘ) মুর্শিদাবাদ

১০৪। কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন?

(ক) ওয়াটসন ও ক্লাইভ

(খ) ওয়াটসন ও হেস্টিংস

(গ) রবার্ট হুড ও ক্লাইভ

(ঘ) ডালহৌসি

সঠিক উত্তর : (ক) ওয়াটসন ও ক্লাইভ

১০৫। কার মাধ্যমে ভারত সচিবকে মনোনয়ন দেয়া হতো?

(ক) ব্রিটিশ মন্ত্রিসভা

(খ) ব্রিটিশ রাজা

(গ) গভর্নর জেনারেল

(ঘ) ব্রিটিশ জাতীয় পরিষদ

সঠিক উত্তর : (ক) ব্রিটিশ মন্ত্রিসভা

১০৬। মোঘল সম্রাট হুমায়ুন কত সালে উত্তর বাংলার গৌড় দখল করে রাখেন?

(ক) ১৫৩৬ সালে

(খ) ১৫৩৭ সালে

(গ) ১৫৩৮ সালে

(ঘ) ১৫৩৯ সালে

সঠিক উত্তর : (গ) ১৫৩৮ সালে

১০৭। ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের মৃতু্য হয়?

(ক) প্রায় ৭৫ হাজার

(খ) প্রায় ১ কোটি

(গ) প্রায় ২ কোটি

(ঘ) প্রায় ৩ কোটি

সঠিক উত্তর : (খ) প্রায় ১ কোটি

১০৮। ওলন্দাজরা কোথায় স্কিল কারখানা বা ফ্যাক্টরি স্থাপন করেছিল?

(ক) কাশিমবাজার

(খ) চন্দননগর

(গ) বিহার

(ঘ) হুগলি

সঠিক উত্তর : (ক) কাশিমবাজার

১০৯। বাংলার বিভাজন বা বঙ্গভঙ্গ হঠাৎ করে সিদ্ধান্ত নেয়া হয়নি কারণ -

(র) এর পরিকল্পনা করা হয় ১৯০৫ সালে

(রর) ১৯০৩ সালে সীমানা চিহ্নিত করা হয়

(ররর) লর্ড কার্জনের মাধ্যমে সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

১১০। ডাচ-ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

(ক) ১৬২০ সালে

(খ) ১৬২৫ সালে

(গ) ১৬৩০ সালে

(ঘ) ১৬৩৫ সালে

সঠিক উত্তর : (গ) ১৬৩০ সালে

১১১। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দ্যোবস্ত চালু করে ব্রিটিশরা তৈরি করে-

(ক) অনুগত জমিদার শ্রেণি

(খ) অনুগত মুসলমান সমাজ

(গ) অনুগত ব্যবসায়ী শ্রেণি

(ঘ) অনুগত রক্ষী বাহিনী

সঠিক উত্তর : (ক) অনুগত জমিদার শ্রেণি

১১২। কোন সমাজে সতীদাহ প্রথা ছিল?

(ক) বৌদ্ধ সমাজে

(খ) মুসলিম সমাজে

(গ) খ্রিস্টান সমাজে

(ঘ) হিন্দু সমাজে

সঠিক উত্তর : (ঘ) হিন্দু সমাজে

১১৩। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ভারতের রাষ্ট্রক্ষমতা কার হাতে ন্যস্ত হয়?

(ক) ব্রিটিশ রাজের হাতে

(খ) জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে

(গ) দিলিস্নর সম্রাটের হাতে

(ঘ) ব্রিটিশ মন্ত্রীদের হাতে

সঠিক উত্তর : (ক) ব্রিটিশ রাজের হাতে

১১৪। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল-

(ক) ধর্মীয় শিক্ষার প্রসার

(খ) হিন্দুদের অসহযোগিতা

\হ(গ) চাকরির সুযোগ সৃষ্টি

(ঘ) ধর্মীয় অনুভূতি সৃষ্টি

সঠিক উত্তর : (গ) চাকরির সুযোগ সৃষ্টি

১১৫। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে -

(র) নিরবচ্ছিন্ন আন্দোলনের ফলে

(রর) আনবিক অস্ত্রের দ্বারা যুদ্ধের মাধ্যমে

(ররর) ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

১১৬। কাজলের এলাকা সংখ্যাগরিষ্ঠ। দাবি-দাওয়া আদায়ের জন্য এলাকার লোকজন সংগঠিত হয়ে একটি সংগঠন গড়ে তোলে। ওই সংগঠনটির সঙ্গে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?

(ক) কংগ্রেস

(খ) আওয়ামী লীগ

(গ) মুসলিম লীগ

(ঘ) কৃষক সমিতি

সঠিক উত্তর : (গ) মুসলিম লীগ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49997 and publish = 1 order by id desc limit 3' at line 1