logo
মঙ্গলবার ২১ মে, ২০১৯, ৭ জ্যৈষ্ঠ ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়   ১৫ মে ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সর্বপ্রথম বাংলা তথা ভারতে আসে-

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

৫২। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে?

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড ক্লাইভ

(গ) লর্ড বেন্টিংক

(ঘ) লর্ড কর্নওয়ালিস

সঠিক উত্তর : (ক) লর্ড কার্জন

৫৩। কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?

(ক) আর্য

(খ) মৌর্য

(গ) পাল

(ঘ) মুসলিম

সঠিক উত্তর : (ঘ) মুসলিম

৫৪। বাংলায় স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটে কত সালে?

(ক) ১২০৬ সালে

(খ) ১৩৩৮ সালে

(গ) ১৫৩৮ সালে

(ঘ) ১৫৭৬ সালে

সঠিক উত্তর : (গ) ১৫৩৮ সালে

৫৫। এ দেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে -

(ক) প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়

(খ) মানুষের মনে হিংসা দানা বাঁধে

(গ) ভাতৃত্ব গড়ে ওঠে

(ঘ) জনমনে অসন্তোষ সৃষ্টি হয়

সঠিক উত্তর : (ক) প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়

৫৬। ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?

(ক) দেশ বিভাগের মাধ্যমে

(খ) কুসংস্কার দূরীকরণের মাধ্যমে

(গ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে

(ঘ) ভারত শাসন আইন প্রবর্তন করে

সঠিক উত্তর : (গ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে

৫৭। কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতে আসেন?

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) দিনেমাররা

(ঘ) পর্তুগিজরা

সঠিক উত্তর : (ঘ) পর্তুগিজরা

৫৮। ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিংক

(ঘ) লর্ড হাডিঞ্জ

সঠিক উত্তর : (খ) লর্ড ক্যানিং

৫৯। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করা হয়?

(ক) গবেষণার জন্য

(খ) মুসলমানদের সন্তুষ্টি করার জন্য

(গ) হিন্দুদের সন্তুষ্টি করার জন্য

(ঘ) ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করার জন্য

সঠিক উত্তর : (ক) গবেষণার জন্য

৬০। কোন শাসকের আমলে বারো ভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন?

(ক) সম্রাট বাবর

(খ) সম্রাট আকবর

(গ) সম্রাট জাহাঙ্গীর

(ঘ) সম্রাট শাহাজাহান

সঠিক উত্তর : (খ) সম্রাট আকবর

৬১। বাংলায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার কারণ হলো -

(র) শাসকের প্রতি জনগণের উদাসীনতা

(রর) শাসকদের অভ্যন্তরীণ কোন্দল

(ররর) প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক শক্তির অভাব

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড় ৬২ এবং ৬৩নং প্রশ্নের উত্তর দাও :

ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হটানোর জন্য মার্কিনিরা প্রথমে সাদ্দাম হোসেনের বিরোধীদের সাথে হাত মেলায়। তাদের অস্ত্র এবং বিভিন্ন রশদ দিয়ে পূর্ণ সহযোগিতা করে। এতে সাদ্দাম সরকারের পতন হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আজ্ঞাবহ সরকারের হাতে ইরাকের ক্ষমতা তুলে দেয়।

৬২। উদ্দীপকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের সাথে বাংলার কোন শাসকের পতনের মিল খুঁজে পাওয়া যায়?

(ক) নবাব সিরাজউদ্দৌলা

(খ) নবাব আলীবর্দী খান

(গ) নবাব সুজাউদ্দৌলা

(ঘ) মীর কাশেম

সঠিক উত্তর : (ক) নবাব সিরাজউদ্দৌলা

৬৩। উক্ত বিরোধী শক্তির সাথে বাংলার প্রেক্ষাপটে যাদের তুলনা করা যায় -

(র) ঘসেটি বেগম

(রর) সেনাপতি মীর জাফর

(ররর) মারওয়াড়ি ব্যবসায়ী

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে