বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসিএিস প্রস্তুতি (সাধারণ জ্ঞান)

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ য়
  ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

১৫। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ-

ক) এরা অনেক ছোট

খ) এদের কান্ডে অনেক বায়ু কুঠুরি থাকে

গ) এরা পানিতে জন্মে

ঘ) এদের পাতা অনেক কম থাকে

উত্তর : খ) এদের কান্ডে অনেক বায়ু কুঠুরি থাকে

১৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

ক) নাইট্রোজেন গ্যাস

খ) মিথেন

গ) হাইড্রোজেন গ্যাস

ঘ) কার্বন মনোক্সাইড

উত্তর : খ) মিথেন

১৭। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কতা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-

ক) পরমাণু

খ) ইলেকট্রন

গ) অণু

ঘ) প্রোটন

উত্তর : ক) পরমাণু

১৮। সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

ক) বায়ুপ্রবাহের প্রভাব

খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা

গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়

উত্তর : ক) বায়ুপ্রবাহের প্রভাব

১৯। কাজ করার সামর্থ্যকে বলে-

ক) ক্ষমতা

খ) কাজ

গ) শক্তি

ঘ) বল

উত্তর : গ) শক্তি

২০. বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর-

ক. ভৈরব

খ. নারায়ণগঞ্জ

গ. চাঁদপুর

ঘ. বরিশাল

উত্তর : খ. নারায়ণগঞ্জ

২১. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?

ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১

খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

গ. ৪ মার্চ, ১৯৭১

ঘ. ৪ মার্চ, ১৯৭২

উত্তর : খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

২২. গুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত?

ক. শাঁখারীবাজার

খ. আরমানিটোলা

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ. নবাবপুর

উত্তর : গ. ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩. টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম-

ক. কেয়ারী সিন্দবাদ

খ. রকেট

গ. গাজী

ঘ. শাহ আমানত

উত্তর : ক. কেয়ারী সিন্দবাদ

২৪. পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়-

ক. ডিসেম্বর, ১৯৯৬

খ. ডিসেম্বর, ১৯৯৭

গ. ডিসেম্বর, ১৯৯৮

ঘ. মার্চ, ১৯৯৮

উত্তর : খ. ডিসেম্বর, ১৯৯৭

২৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

ক. উত্তরায়

খ. নাটোরে

গ. পাহাড়পুরে

ঘ. ঘোড়াঘাটে

উত্তর : খ. নাটোরে

২৬. এপি কোন দেশের সংবাদ সংস্থা?

ক. যুক্তরাষ্ট্র

খ. ভারত

গ. নরওয়ে

ঘ. বাংলাদেশ

উত্তর : ক. যুক্তরাষ্ট্র

২৭. বাংলাদেশের সংবাদ সংস্থা-

ক. এপি

খ. রয়টার্স

গ. ইউএনবি

ঘ. এএফপি

উত্তর : গ. ইউএনবি

২৮. নোবেল পুরস্কার প্রবর্তন শুরু হয়-

ক. ১৯০১

খ. ১৯০৬

গ. ১৯১০

ঘ. ১৯১১

উত্তর : ক. ১৯০১

২৯. কোন দেশ বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে?

ক. কানাডা

খ. ঘানা

ঘ. কঙ্গো

ঘ. সিয়েরালিওন

উত্তর : ঘ. সিয়েরালিওন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46650 and publish = 1 order by id desc limit 3' at line 1