logo
শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

  জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ   ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০  

বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান

৩৮. ভেটো শব্দের অর্থ কী?

ক. আমি এটা জানি না

খ. আমি এটি সমর্থন করি

গ. আমি এটা মানি না

ঘ. আমি কোনো মত দেব না

উত্তর : গ. আমি এটা মানি না

৩৯. ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ১৯৪৯ সালে

খ. ১৯৩৯ সালে

গ. ১৯৫৯ সালে

ঘ. ১৯১৯ সালে

উত্তর : ক. ১৯৪৯ সালে

৪০. 'টিসু্য কালচার' বলতে বোঝায়-

ক. কৃত্রিম উপায়ে মাতৃগর্ভের বাইরে নতুন কোষ উৎপাদনকে

খ. যৌন প্রজননের মাধ্যমে বংশবিস্তারকে

গ. বৃক্ষ প্রতিস্থাপনকে

ঘ. জীবের ভৌত পরিবর্তনকে

উত্তর : ক. কৃত্রিম উপায়ে মাতৃগর্ভের বাইরে নতুন কোষ উৎপাদনকে

৪১. সার্কের সদর দপ্তর কোথায়?

ক. ভারত

খ. পাকিস্তান

গ. বাংলাদেশ

\হঘ. কাঠমান্ডু

উত্তর : ঘ. কাঠমান্ডু

৪২. ঝচঅজঝঙ প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীন?

ক. বন ও পরিবেশ

খ. বিজ্ঞান ও প্রযুক্তি

গ. প্রতিরক্ষা

ঘ. ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা

উত্তর : গ. প্রতিরক্ষা

৪৩. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-

ক. ১৯৭২ সাল

খ. ১৯৭৩ সাল

গ. ১৯৭৪ সাল

ঘ. ১৯৭৫ সাল

উত্তর : গ. ১৯৭৪ সাল

৪৪. সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কী?

ক. আইন

খ. ধর্ম

গ. প্রথা

ঘ. আদালত

উত্তর : খ. ধর্ম

৪৫. ইতিহাসের জনক বলা হয়-

ক. পলিবিয়াসকে

খ. হেরোডোটাসকে

গ. এডওয়ার্ড গিবনকে

ঘ. হোমারকে

উত্তর : খ. হেরোডোটাসকে

৪৬. প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয় করেন-

ক. তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি

খ. গ্রেগরি ও নঈস

গ. ইভান্স ও লাওয়ি

ঘ. ব্যান্ড ও ওয়েস্টম্যাকট

উত্তর : ক. তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি

৪৭. প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয় হয়-

ক. ১৯৫০ খ্রি.

খ. ১৯৫৩ খ্রি.

গ. ১৯৫১ খ্রি.

ঘ. ১৯৬৩ খ্রি.

উত্তর : খ. ১৯৫৩ খ্রি.

৪৮. জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস কোনটি?

ক. ২১ অক্টোবর

খ. ২৩ সেপ্টেম্বর

খ. ১০ জানুয়ারি

ঘ. ২৪ অক্টোবর

উত্তর : ঘ. ২৪ অক্টোবর

৪৯. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়?

ক. নাইজেরিয়া

খ. দক্ষিণ আফ্রিকা

গ. মিসর

ঘ. ইন্দোনেশিয়া

উত্তর : খ. দক্ষিণ আফ্রিকা

৫০. সাহিত্যে নোবেল বিজয়ী একমাত্র মুসলমান-

ক. নাগীব মাহফুজ

খ. আহমেদ জিওয়াইন

গ. আনোয়ার সাদাত

ঘ. আবদুস সালাম

উত্তর : ক. নাগীব মাহফুজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে