মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
  ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো

বহুনির্বাচনি প্রশ্ন মান : ৩০

১। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?

ক. মূলধন খ. মালিকানাস্বত্ব

গ. পাওনাদার ঘ. মুনাফা

২। খুচরা নগদান তহবিল বৃদ্ধি করার জন্য কোন হিসাব ডেবিট করতে হবে?

ক. খুচরা খরচ হিসাব খ. নগদান হিসাব

গ. ব্যাংক হিসাব ঘ. খুচরা নগদান হিসাব

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

জনাব জিসান একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ২০১২ সালের মার্চের ১০ তারিখ জনাব হাবিবের নিকট নগদে ২০,০০০ টাকা এবং ৩/১২, নিট-২০ শর্তে ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। তিনি মার্চের ২০ তারিখে জনাব হাবিবের নিকট থেকে ১০,০০০ টাকা আদায় করেন। মার্চের ২২ তারিখে জনাব হাবিবের নিকট থেকে অবশিষ্ট টাকা আদায় করেন।

৩। মার্চের ২২ তারিখে নগদ বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা না হলে-

র. নগদের পরিমাণ বৃদ্ধি পাবে

রর. দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে

ররর. প্রদত্ত বাট্টার পরিমাণ কম দেখানো হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

৪। কোনটি একটি অস্থায়ী হিসাব?

ক. নগদান হিসাব খ. অনিশ্চিত হিসাব

গ. ব্যাংক হিসাব ঘ. চলতি হিসাব

৫। ৮৪ টাকার মনিহারি ক্রয় করে মনিহারি হিসাবে ৪৮ টাকা লেখা হয়েছে- এটি কোন ধরনের ভুল?

ক. বে-দাখিলার ভুল খ. বাদ পড়ার ভুল

গ. লেখার ভুল ঘ. পরিপূরক ভুল

৬। অবচয় কোন ধরনের প্রক্রিয়া?

ক. মূল্যায়ন খ. ক্রয়মূল্য বণ্টন

গ. নগদ জমাকরণ ঘ. মূল্য বিশ্লেষণ

৭। ২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের সুদের হার ১০%। ৩১ ডিসেম্বর বকেয়া সুদ আয়বাবদ ৩,৫০০ টাকা সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোনো সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগের তারিখ ছিল-

ক. ১ আগস্ট খ. ১ মে

গ. ১ জুন ঘ. ১ জুলাই

৮। নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের গরমিল হওয়ার কারণ হলো-

র. ইসু্যকৃত চেক উপস্থাপিত হয়নি

রর. জমাকৃত চেক আদায় হয়নি

ররর. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র,রর ও ররর

৯। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?

ক. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় করা

খ. নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয় করা

গ. নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণ নির্ণয় করা

ঘ. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যাংক ব্যালেন্স মিল করা

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নাম্বার প্রশ্নের উত্তর দাও:

জনাব কাজল ব্যবসায়কে গতিশীল ও লাভজনক রাখার জন্য হিসাববিজ্ঞানের নীতি মেনে চলেন। এ বছর তার হিসাব থেকে জানা যায় নিট লাভ গত বছরের তুলনায় ১,০০,০০০ টাকা বেশি, তবে তিনি অনেক খরচ বকেয়া রাখেন। কারণ তার তারল্যের অবস্থা ভালো নয়। তবে আগামী বছর তার তরল সম্পদ ভালো থাকবে বলে তিনি আশাবাদী।

১০। হিসাববিজ্ঞানের নীতি ও ধারণা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে-

ক. হিসাবরক্ষণ কার্য সঠিকভাবে সম্পাদন হয় না

খ. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না

গ. উদ্বর্তপত্রের উভয় দিক সমান হয় না

ঘ. কর্মচারীর বেতন বাড়ানো যায় না

১১। রেওয়ামিলের বকেয়া খরচ আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়?

ক. দায়ের দিকে

খ. সম্পদের দিকে

গ. দায় ও সম্পত্তি উভয় দিকে

ঘ. কোনো দিকেই দেখানো হয় না

১২। অনাদায়ী পাওনা বাবদ অবলোপন করা হয়-

র. দেনাদারের মৃতু্য হলে

রর. দেনাদার দেউলিয়া হলে

ররর. দেনাদার অসুস্থ হলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র খ. র র ও র র র

গ. র ও র র র ঘ. র, র র ও র র র

১৩। অনাদায়ী পাওনা সঞ্চিতি কী?

ক. সম্ভাব্য আয় খ. নিশ্চিত আয়

গ. আগাম ব্যবস্থা ঘ. নিশ্চিত ক্ষতি

১৪। ওঅঝ-এর পূর্ণরূপ কী?

ক. ওহঃবৎহধঃরড়হধষ অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফ

খ. ওহঃবৎহধঃরড়হধষ অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফং

গ. ওহঃবৎহধঃরড়হধষব অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফং

ঘ. ওহঃবৎহধঃরড়হধষষু অপপড়ঁহঃরহম ঝঃধহফধৎফং

১৫। কোন ধারণা অনুসারে মূলধন একটি প্রতিষ্ঠানের জন্য দায়?

ক. রক্ষণশীলতার সীমাবদ্ধতা

খ. হিসাবসত্তা ধারণা

গ. হিসাব কাল ধারণা

\হঘ. ঐতিহাসিক ব্যয় নীতি

১৬। অগ্রিম প্রদত্ত খরচের ক্ষেত্রে খরচ পদ্ধতি অনুসরণ করা হলে, মূল দাখিলায়-

ক. সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে দেখানো হয়ে থাকে

খ. সম্পূর্ণ টাকাকে আয় হিসাবে দেখানো হয়ে থাকে

গ. সম্পূর্ণ টাকাকে দায় হিসাবে দেখানো হয়ে থাকে

ঘ. সম্পূর্ণ টাকাকে সম্পত্তি হিসাবে দেখানো হয়ে থাকে

১৭। প্রত্যেক হিসাবকালে শেষে কোন ধরনের হিসাব বন্ধ করে দিতে হয়?

ক. ব্যক্তিবাচক হিসাব

খ. নামিক হিসাব

গ. সম্পত্তিবাচক

ঘ. নামিক ও সম্পত্তি বাচক হিসাব

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮-১৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

শাহিন অ্যান্ড কোং ১ এপ্রিল, ২০১৩ তারিখ ব্যবসায় শুরু করে। এপ্রিল ৩০ তারিখ সমন্বয়ের পূর্বে কতিপয় নির্বাচিত খতিয়ান হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ :

সমন্বয়-সংক্রান্ত তথ্যাবলি :

১. এপ্রিল ১ হতে ২ বছর মেয়াদের জন্য বীমা খরচ প্রদত্ত হয়েছে।

২. অনর্জিত আয়ের ২২,০০০ টাকা এখনো অনর্জিত রয়েছে।

৩. সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি ১৫,০০০ টাকা।

১৮। হিসাবকাল শেষে সেবা আয়ের পরিমাণ কত টাকা হবে?

ক. ৮৯,০০০ খ. ৯৪,০০০

গ. ১,০৯,০০০ ঘ. ১,১১,০০০

১৯। শাহীন অ্যান্ড কোং-এর আর্থিক বিবরণীতে বীমা খরচ ও সেবা আয় সমন্বয় করার মাধ্যমে প্রয়োগ দেখানো হয়-

র. রক্ষণশীলতার নীতির

রর. সময়কাল ধারণার

ররর. আয়-ব্যয় সংযোগ নীতির

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

২০। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?

ক. ক্রয় মূল্য খ. এককপ্রতি অবচয়

গ. ভগ্নাবশেষ মূল্য ঘ. অবচয় হার

২১। কমিশন বাদ দেয়ার পূর্বে একটি ফার্মের নিট মুনাফা হয় ৩৫,০০০ টাকা। উক্ত মুনাফার ওপর ২% হারে কমিশন পাবে। কমিশন কত?

ক. ৭৮৬ খ. ৬৮৬

গ. ৭০০ ঘ. ৬৮৮

২২। মালিক প্রতি ৩ মাস পরপর ১,৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?

ক. ২২৫ টাকা খ. ২৫০ টাকা

গ. ২৭৫ টাকা ঘ. ৩২৫ টাকা

২৩। প্রদেয় হিসাব তৈরি করে প্রথমত কিসের পরিমাণ জানা যায়?

ক. ধারে বিক্রয় খ. ধারে ক্রয়

গ. প্রদেয় নোট ঘ. উত্তোলন

২৪। একটি হিসাবের জের ১০৯ টাকা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো আছে। অন্যসব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য হবে-

ক. ১৮ টাকা খ. ৫৪ টাকা

গ. ১০৯ টাকা ঘ. ২১৮ টাকা

২৫। একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়-

র. সম্পদবাচক হিসাব

রর. ব্যক্তিবাচক হিসাব

ররর. নগদান বই

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. ররর ও ররর

২৬। কোন হিসাবটি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না?

ক. দেনাদার খ. পাওনাদার

গ. নগদান ঘ. নামিক

২৭। কোন পদ্ধতিটি যানবাহনের ওপর অবচয় নির্ণয়ের ক্ষেত্রে উপযোগী?

ক. মাইল হার খ. সরলরৈখিক

গ. ক্রমহ্রাসমান জের ঘ. বর্ষসংখ্যা

২৮। বইমূল্য বলতে কী বোঝায়?

ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য

খ. ক্রয়মূল্য-আনুষঙ্গিক খরচ

গ. ক্রয়মূল্য-অবচয়

ঘ. ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয়

২৯। অবচয়ের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের-

র. সম্পদ বৃদ্ধি পায়

রর. ব্যয় বৃদ্ধি পায়

ররর. বিপরীত সম্পদ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

৩০। হিসাবচক্রের বাধ্যতামূলক কাজ-

র. জাবেদাভুক্তকরণ

রর. খতিয়ানভুক্তকরণ

ররর. বিপরীত দাখিলা প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তরগুলো মিলিয়ে নাও: ১. খ ২. ঘ,৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ, ৮. ঘ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45478 and publish = 1 order by id desc limit 3' at line 1