মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা গণিত

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৩

নিচের সংখ্যা দুটির আলোকে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

সংখ্যা দুটি হলো: -৬ ও +৬

১৪। সংখ্যা দুটির যোগফল কত?

ক. -১২

খ. ০

গ. ১২

ঘ. +৩৬

সঠিক উত্তর: খ. ০

১৫। +৬ এর পরবতীর্ সংখ্যার পূবর্বতীর্ সংখ্যাটি কত?

ক. -৬

খ. ০

গ. +৬

ঘ. +৭

সঠিক উত্তর: গ. +৬

১৬। +৪ এর ৪ ধাপ বঁায়ের পূণর্ সংখ্যাটি কত?

ক. -১

খ. ০

গ. ১

ঘ. ৮

সঠিক উত্তর: খ. ০

১৭। সব পূণর্ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

সঠিক উত্তর: গ. ৩

১৮। ৩ একটি স্বাভাবিক সংখ্যা হলেÑ

র. এটি একটি ধনাত্মক পূণর্ সংখ্যা

রর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর বঁায়ে

ররর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর ডানে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. র ও ররর

নিচের তথ্যের আলোকে ১৯ ও ২০ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

পঁাচটি পূণর্ সংখ্যা: -২, -১, ০, ১, ২

১৯। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো?

ক. -১, ১

খ. ০, ২

গ. ১, ২

ঘ. ০, ১, ২

সঠিক উত্তর: গ. ১, ২

২০। উদ্দীপকের প্রথম ও শেষ সংখ্যাটি সংখ্যারেখার কোন বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত?

ক. -১

খ. ০

গ. ১

ঘ. ২

সঠিক উত্তর: খ. ০

২১। -২ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি?

ক. -১

খ. ০

গ. +১

ঘ. +২

সঠিক উত্তর: ঘ. +২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3928 and publish = 1 order by id desc limit 3' at line 1