শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জানার আছে অনকে কছিু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০

প্রশ্ন : কোন দেশে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করা হয়?

উত্তর : ব্রিটেনের ওল্ডহ্যামে।

প্রশ্ন : হাওয়ালা কেলেংকারি, বেফোসর্ কেলেংকারি, ওয়াটার গেট কেলেংকারি, ইরান-কন্ট্রা কেলেংকারির সঙ্গে কারা জড়িত?

উত্তর : নরসীম রাও, রাজীব গান্ধী, রিচাডর্ নিক্সন, রোনাল্ড রিগ্যান।

প্রশ্ন : আবু গারিব বতর্মানে কী নামে পরিচিত?

উত্তর : বাগদাদ কেন্দ্রীয় কারাগার।

প্রশ্ন : মিসরে আইন পরিষদকে কী বলা হয়?

উত্তর : বালর্্যমান।

প্রশ্ন : ভিনসেন্ট ভ্যানগগ, সালভাদর ডালি কোন দেশের চিত্রকর?

উত্তর : নেদারল্যান্ড ও স্পেন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের বৃহত্তম দূতাবাস কোথায় অবস্থিত?

উত্তর : বাগদাদ, ইরাক।

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূবর্ বাংলা কাদের সমথর্ন করে?

উত্তর : ব্রিটেনকে।

প্রশ্ন : মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের মধ্যে একমাত্র ডক্টরেট ডিগ্রিধারী কে ছিলেন?

উত্তর : উড্রো উইলসন।

প্রশ্ন : ‘অপারেশন ডেফিনিট ভিক্টরি’ কী?

উত্তর : শ্রীলংকার এলটিটিই-এর বিরুদ্ধে শ্রীলংকা সরকারের পরিচালিত অভিযান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3923 and publish = 1 order by id desc limit 3' at line 1