প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য অর্থনীতি প্রথমপত্র থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো
প্রথম অধ্যায়
জ্ঞানমূলক
প্রশ্ন. প্রকৃত নির্দেশমূলক অর্থব্যবস্থায় যাবতীয় কর্মকান্ড কার নির্দেশে পরিচালিত হয়?
উত্তর : প্রকৃত নির্দেশমূলক অর্থব্যবস্থায় যাবতীয় কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়।
প্রশ্ন. কত সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে?
উত্তর : ১৯৮৫ সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে।
প্রশ্ন. কত সালে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়?
উত্তর : ১৯১৭ সালে রুশ বিপস্নবের পর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়।
প্রশ্ন. সমাজতন্ত্রে কোন প্রক্রিয়ায় শ্রমিকের মজুরি প্রদান করা হয়?
উত্তর : সমাজতন্ত্রে কাজের পরিমাণ ও গুণগতমান অনুযায়ী শ্রমিকের মজুরি প্রদান করা হয়।
প্রশ্ন. সমাজতন্ত্রে কোন প্রক্রিয়ায় আয় ও সম্পদ বণ্টন করা হয়?
উত্তর : সমাজতন্ত্রে রাষ্ট্রের প্রয়োজন এবং সার্বিক উন্নয়ন বিবেচনায় রেখে রেশন কার্ডের মাধ্যমে আয় ও সম্পদ বণ্টন করা হয়।
প্রশ্ন. মিশ্র অর্থব্যবস্থা কী?
উত্তর : যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাই মিশ্র অর্থব্যস্থা।
প্রশ্ন. পৃথিবীর অধিকাংশ দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান?
উত্তর : পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
প্রশ্ন. বিশুদ্ধ সমাজতন্ত্র বা বিশুদ্ধ ধনতন্ত্র পৃথিবীর কোথাও না থাকার কারণে কোন অর্থব্যবস্থা লক্ষ্য করা যায়?
উত্তর : বিশুদ্ধ সমাজতন্ত্র বা বিশুদ্ধ ধনতন্ত্র পৃথিবীর কোথাও না থাকার কারণে মিশ্র অর্থব্যবস্থা লক্ষ্য করা যায়।
প্রশ্ন. মিশ্র অর্থব্যবস্থা কয়টি খাতের সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে?
উত্তর : মিশ্র অর্থব্যবস্থা দুটি খাতের সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে।
প্রশ্ন. কোন অর্থব্যবস্থায় জরুরি প্রয়োজনে রাষ্ট্র দামব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর : মিশ্র অর্থব্যবস্থায় জরুরি প্রয়োজনে রাষ্ট্র দামব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে।
প্রশ্ন. ইসলামী অর্থব্যবস্থা কী?
উত্তর : ইসলামের মৌলিক নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাই ইসলামী অর্থব্যবস্থা।
প্রশ্ন. কোন অর্থব্যবস্থায় মানব জীবনের বিচ্ছিন্ন বা আংশিক ক্ষেত্র নিয়ে আলোচনা করে না?
উত্তর : ইসলামী অর্থব্যবস্থা মানব জীবনের কোনো বিচ্ছিন্ন বা আংশিক ক্ষেত্র নিয়ে আলোচনা নয় বরং মানব জীবনের সমগ্র ক্ষেত্র নিয়ে আলোচনা করে।