logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

কুবিতে কানির্ভাল অনুষ্ঠিত

কুবিতে কানির্ভাল অনুষ্ঠিত
১১ ফেব্রæয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাকেির্টং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মাকেির্টং কানির্ভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচাযর্ অধ্যাপক ড. মিজানুর রহমান। সকালে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কানির্ভালের উদ্বোধন করা হয়। এ ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত এ কানির্ভালের ১ম দিনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসসহ ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর কেক কেটে কানির্ভালের উদ্বোধন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কঁাঠালতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাকেির্টং বিভাগের শিক্ষাথীর্ আব্দুল আজীজ এবং ইসরাত ইমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মিজানুর রহমান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে