logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর   ১৩ জুলাই ২০১৮, ০০:০০  

৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা

গণিত

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭।

উক্ত তথ্যের ভিত্তিতে ১১ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

১১। সংখ্যা দুটির পাথর্ক্য কত?

ক. ৩০

খ. ২৪

গ. ২১

ঘ. ১২

সঠিক উত্তর: ক. ৩০

নিচের তথ্যের আলোকে ১২ থেকে ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

৩০ টাকা ইমু, হিমু ও মুমুর মধ্যে ৫: ৩: ২ অনুপাতে ভাগ করে দেয়া হলো।

১২। অনুপাতের রাশিগুলোর যোগফল কত?

ক. ৫

খ. ৮

গ. ১০

ঘ. ৩০

সঠিক উত্তর: গ. ১০

১৩। মুমু কত টাকা পেল?

ক. ৩

খ. ৬

গ. ৯

ঘ. ১৫

সঠিক উত্তর: খ. ৬

১৪। ইমু থেকে হিমু কত টাকা কম পেল?

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

সঠিক উত্তর: ঘ. ৬

১৫। শতকরা প্রকাশের ব্যবহৃত চিহ্ন কোনটি?

ক. =

খ. +

গ. %

ঘ. !

সঠিক উত্তর: গ. %

১৬। ১০ লিটার শরবতে সিরাপের পরিমাণ ১ লিটার হলে শরবতে পানি ও সিরাপের অনুপাত কত?

ক. ৪: ৬

খ. ৯: ১

গ. ৬: ৪

ঘ. ১: ৯

সঠিক উত্তর: খ. ৯: ১

১৭। ক্রয়মূল্য: বিক্রয়মূল্য = ৪: ৫ হলে এতে শতকরা কত টাকা লাভ হবে?

ক. ৩০

খ. ২৫

গ. ২০

ঘ. ১০

সঠিক উত্তর: খ. ২৫
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে