বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রশ্ন : বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর : পতেঙ্গা, চট্টগ্রাম।

প্রশ্ন : বাংলাদেশ এয়ারফোসর্ একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর : যশোর।

প্রশ্ন : বিশ্বের দীঘর্তম সমুদ্র সেতুর নাম কী?

উত্তর : কিংদাও হাইওয়ান সেতু, চীন (৪২.৫৮ কিমি)।

প্রশ্ন : বিশ্বের সবর্প্রথম কাঠের কোরআন শরিফ কে তৈরি করেন।

উত্তর : শিল্পী মহসেন ফুলাদি (ইরান)।

প্রশ্ন : ২০১১ সালের জানুয়ারিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কার কণ্ঠে স্বরযন্ত্র সংস্থাপন করা হয়?

উত্তর : ব্রেন্ডা জেনসন (টঝঅ) (১ম- টিমোথি হিয়েডলার)।

প্রশ্ন : ইউরেনিয়াম উৎপাদনে শীষর্ দেশ কোনটি?

উত্তর : কাজাখস্তান (২য় কানাডা)।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দ্রæতগতির ট্রেনের নাম কী?

উত্তর : হারমনি এক্সপ্রেস (চীন)।

প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি?

উত্তর : ভেদরগঞ্জ, শরীয়তপুর।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশি?

উত্তর : নাটোর (সবির্নম্ন পাবনা ও জয়পুরহাট)।

প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্থানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষণা করা হয়?

উত্তর : কুয়াকাটা,পটুয়াখালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31623 and publish = 1 order by id desc limit 3' at line 1