বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

চঁাদের বুকে নীল আমর্স্ট্রং
শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১২ জুলাই ২০১৮, ০০:০০

প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন?

উত্তর: ভিটামিন-কে

প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে?

উত্তর: নীল করে

প্রশ্ন: খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে?

উত্তর: শুঁটকি মাছে

প্রশ্ন: খাবার লবণের রাসায়নিক নাম কী?

উত্তর: সোডিয়াম ক্লোরাইড

প্রশ্ন: গলগÐ রোগ হয় কিসের অভাবে?

উত্তর: আয়োডিনের অভাবে

প্রশ্ন: গ্যাভানাইজিং কী?

উত্তর: লোহার ওপর দস্তার প্রলেপ

প্রশ্ন: গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?

উত্তর: সাদা

প্রশ্ন: চঁাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?

উত্তর: বাতাস নেই বলে

প্রশ্ন: চঁাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী?

উত্তর: এপোলো-১১

প্রশ্ন: চঁাদের বুকে কে প্রথম অবতরণ করে?

উত্তর: নীল আমর্স্ট্রং

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3038 and publish = 1 order by id desc limit 3' at line 1