বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা গণিত

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
  ১২ জুলাই ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

৩। সরল অনুপাতের উত্তর রাশিকে পূবর্ রাশি এবং পূবর্ রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয়-

ক. যৌগিক অনুপাত

খ. ব্যস্ত অনুপাত

গ. মিশ্র অনুপাত

ঘ. একক অনুপাত

সঠিক উত্তর: খ. ব্যস্ত অনুপাত

৪। ৪: ৩, ৭: ১২ এবং ৯: ৫ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?

ক. ৯: ৫

খ. ৭: ৫

গ. ৪: ৫

ঘ. ৯: ১২

সঠিক উত্তর: খ. ৭: ৫

৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পুত্রের বয়স কত বছর?

ক. ৪ বছর

খ. ১১ বছর

গ. ১৪ বছর

ঘ. ১৬ বছর

সঠিক উত্তর: ঘ. ১৬ বছর

৬। ক: খ = ৪: ৭, খ: গ = ১০: ৭ হলে ক: খ: গ = কত?

ক. ৪: ১০: ৭

খ. ৭: ১০: ৪

গ. ৪০: ৭০: ৪৯

ঘ. ৪৯: ৪০: ৭০

সঠিক উত্তর: গ. ৪০: ৭০: ৪৯

৭। ৩: ৫ এর সমান অনুপাত কোনটি?

ক. ৬: ৫

খ. ৩: ১০

গ. ৯: ২০

ঘ. ১২: ২০

সঠিক উত্তর: ঘ. ১২: ২০

৮। ক: ৯:: ১৬: ৮ হলে ক এর মান নিচের কোনটি?

ক. ১৮

খ. ১৭

গ. ১৬

ঘ. ১৫

সঠিক উত্তর: ক. ১৮

দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭।

উক্ত তথ্যের ভিত্তিতে নিচের ৯ থেকে ১১ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

৯। প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি?

ক. ৮: ৭

খ. ৭: ৮

গ. ৬৪: ৪৯

ঘ. ১৬: ১৪

সঠিক উত্তর: খ. ৭: ৮

১০। ছোট সংখ্যাটি কত?

ক. ২৪০

খ. ২১০

গ. ১২০

ঘ. ২১

সঠিক উত্তর: খ. ২১০

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3036 and publish = 1 order by id desc limit 3' at line 1