বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৬

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাÐের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে?

উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদাথর্ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে?

উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন?

উত্তর : ঈষৎ হলুদাভ

৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদাথের্র শতকরা পরিমাণ কত?

উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বণর্হীণ তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪।মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একইদিনে জন্ম নেয়া একটা শে^ত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বঁাচে?

উত্তর : ১০০ দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27707 and publish = 1 order by id desc limit 3' at line 1