শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৬

১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ঈঙ২ বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?

উত্তর : ব্যাপন

১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নিভর্র করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : প্রস্বেদন

১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পদার্র মধ্যে দিয়ে কী যাতায়াত করে?

উত্তর : দ্রাবক

১৮। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ হতে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভি¯্রবণ

১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূণর্ ভ‚মিকা পালন করে কী?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কী?

উত্তর : ফ্লোয়েম

২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

২২। মূলরোম থেকে পানি কটেের্ক্স প্রবেশ করে কোন পদ্ধতিতে?

উত্তর : কোষান্তর অভিস্রবণ

২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলরোমে

২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কটেের্ক্স

২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পেঁৗছায়?

উত্তর : অভিস্রবণ

২৬। ক্যালোজ কখন গলে যায়?

উত্তর : গ্রীষ্মকালে

২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পেঁৗছায় কীসের মাধ্যমে?

উত্তর : ভেসেল

২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?

উত্তর : ১টি

২৯। লবণ শোষণের বাহক তত্ত¡ কত সালে প্রবতির্ত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?

উত্তর : ঘৃতকুমারী

৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?

উত্তর : সিভনল

৩২। লবণ শোষণের বাহক তত্তে¡র প্রবক্তা কে?

উত্তর : ঠধহ ফবৎ ঐড়হবৎঃ

৩৩। গধংড়হ ধহফ গধংশবষষ কত সালে তুলা গাছের কাÐ ফ্লোয়েম পরীক্ষা করেন?

উত্তর : ১৯২৮ সালে

৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

৩৫। কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৩৬। স্যাফ্রোনিনের রং কী?

উত্তর : লাল

৩৭। ফ্লুইড অব লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

৩৯। উদ্ভিদ প্রধানত অভিকষীর্য় পানি কী দ্বারা শোষণ করে?

উত্তর : মূল

৪০। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?

উত্তর : কাটির্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27559 and publish = 1 order by id desc limit 3' at line 1