বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি গণিত

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রশ্ন : শতকরা লাভ (লাভ%) বা শতকরা ক্ষতি (ক্ষতি %) সবসময় কিসের ওপর হিসাব করা হয়।

উত্তর : ক্রয়মূল্যের ওপর

প্রশ্ন : ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কী হয়?

উত্তর : লাভ হয়

প্রশ্ন : বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর : ক্ষতি হয়

প্রশ্ন : একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?

উত্তর : ১২%

প্রশ্ন : একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর : ২০%

প্রশ্ন : ১২ জন লোক ২০ জনের লোকের Ñ %। শূন্যস্থানে কী বসবে?

উত্তর : ৬০

প্রশ্ন : ৩০০ টাকার ১৫০% হলো Ñ টাকা। শূন্যস্থানে কী বসবে?

উত্তর : ৪৫০

প্রশ্ন : ৮০ জন শিক্ষাথীর্র ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত?

উত্তর : ২৪ জন

প্রশ্ন : প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?

উত্তর : ১.৫ কেজি

প্রশ্ন : কতটি ১.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?

উত্তর : ১৯৫

প্রশ্ন : ৪, ২, ৩, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে তিন হাজার থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

উত্তর : ৩২৪৭।

প্রশ্ন : ১৭৫৮৩৪ সংখ্যাটিতে ৭-এর স্থানীয় মান কত?

উত্তর : ৭০০০০।

প্রশ্ন : ৬৭৮৯ সংখ্যাটিতে ৯-এর স্বকীয় মান কত?

উত্তর : ৯।

প্রশ্ন : একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

উত্তর : ৮৭৫৪৩০।

প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যার প্রথমে ৬ এবং শেষে ৩ আছে?

উত্তর : ৬৯৯৯৯৯৩।

প্রশ্ন : ৪, ৯, ০ অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্কবিশিষ্ট যে কয়টি সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল কত?

উত্তর : (৪৯+৯৪+৯০+৪০) = ২৭৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27424 and publish = 1 order by id desc limit 3' at line 1