বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ চুয়েটে জাতীয় কনফারেন্স

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট অব এনাজির্ টেকনোলজির (আইইটি) আয়োজনে প্রথম জাতীয় কনফারেন্স ‘এনসিইটিআইএ’ অনুষ্ঠিত হবে। (১ংঃ ঘধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঊহবৎমু ঞবপযহড়ষড়মু ্ ওহফঁংঃৎরধষ অঁঃড়সধঃরড়হ; ঘঈঊঞওঅ-২০১৮)। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে সকাল ১০টায় এই কনফারেন্সের উদ্বোধন করবেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক পরিচালক প্রফেসর ড. এ কে এম ইকবাল হোসাইন এবং চুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন আইইটির পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। কনফারেন্সে দঊহধনষরহম ঃযব চৎড়ংঢ়বপঃং ড়ভ ঘবঁপষবধৎ ঊহবৎমু রহ ইধহমষধফবংয’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ এটোমিক এনাজির্ কমিশনের সাবেক চেয়ারম্যান মো. আলী জুলকারনাইন। এবারের কনফারেন্সে সারা দেশের প্রায় ২৫০ শিক্ষক-গবেষক অংশগ্রহণ করবেন। এনাজির্ টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মেকাট্রনিক্স (ঊহবৎমু ঞবপযহড়ষড়মু, ওহফঁংঃৎরধষ অঁঃড়সধঃরড়হ ্ গবপযধঃৎড়হরপং)-এর ওপর ১০টি প্রজেক্ট নিয়ে একটি প্রদশর্নী অনুষ্ঠিত হবে। কনফারেন্সের সাবির্ক সহযোগিতা করছেন ইপিআরসি বাংলাদেশ এবং বিএসএমই। পৃষ্ঠপোষকতায় থাকছেন আইইএস, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26812 and publish = 1 order by id desc limit 3' at line 1