শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কয়টি?
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অধ্যায়Ñ৪

১১৪। মাইটোকন্ড্রিয়া সবাত শ^সনের কোন কোন ধাপের সঙ্গে সম্পকর্যুক্ত?

উত্তর : ৩য় ও ৪থর্ ধাপের

১১৫। গøুকোজের শ^সনিক কোশেন্ট কত?

উত্তর : ১

১১৬। শ^সনের জন্য উত্তম তাপমাত্রা কত?

উত্তর : ২০সে. থেকে ৪৫ সে.

১১৭। সবাত ও অবাত শ^সনের প্রথম পযাের্য়র নাম কী?

উত্তর : গøাইকোলাইসিস

১১৮। অণুজীব কাবোর্হাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে?

উত্তর : অ্যালকোহলে

১১৯। ক্রেবস চক্রের প্রথম পদাথের্র নাম কী?

উত্তর : সাইট্রিক এসিড

১২০। অঞচ এর পূণর্রূপ কী?

উত্তর : অফবহড়ংরহব ঞৎরঢ়যড়ংঢ়যধঃ

অধ্যায় Ñ ৫

১। ম্যাক্রো উপাদান কয়টি?

উত্তর : ৯টি

২। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কত?

উত্তর : ১০টি

৩। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে?

উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে।

৪। কয়টি অত্যাবশ্যকীয় মৌল উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে?

উত্তর : ২টি

৫। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি?

উত্তর : ১৬টি

৬। কয়টি অজেব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন?

উত্তর : ১০টি

৭। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভ‚মিকা রয়েছে?

উত্তর : পটাশিয়াম

৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘœ ঘটে?

উত্তর : শ^সন

৯। সুগারবিটের মূল ও কাÐের বৃদ্ধির জন্য কোন উপাদান প্রয়োজন?

উত্তর : ক্লোরিন

১০। কোন উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীষর্ ও পাশ^র্মুকুল মরে যায়?

উত্তর : পটাসিয়াম

১১। রুটি তৈরির সময় কিসের চাপে রুটি ফাপা হয়?

উত্তর : কাবর্ন ডাইঅক্সাইডের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26517 and publish = 1 order by id desc limit 3' at line 1