শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি বাংলা ও গণিত

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা ও গণিত থেকে মডেল টেস্ট দেয়া হলো।

২১. ‘উৎকোচ’ শব্দে ‘উৎ’ উপসগির্ট কোন অথের্ ব্যবহৃত হয়েছে?

ক. ঊধ্বর্মুখিতা

খ. আতিশয্য

গ. উপায়

ঘ. অপকষর্

২২. সাকল্য-বাচক সবর্নামের উদাহরণ কোনটি?

ক. যারা

খ. ঐসব

গ. তারা

ঘ. সকল

২৩. শব্দের ক্ষুদ্রাংশকে কী বলে?

ক. ধ্বনিমূল

খ. রূপ

গ. বণর্

ঘ. ধ্বনি

২৪. ‘আজ যদি পারি, একবার সেখানে যাব।’ বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?

ক. অনুগামী সমুচ্চয়ী অব্যয়

খ. সংকোচক অব্যয়

গ. পদান্বয়ী অব্যয়

ঘ. বাক্যালংকার অব্যয়

২৫. ‘পঞ্চায়েত’ কোন জাতীয় বিশেষ্য পদ?

ক. সংখ্যাবাচক

খ. সমষ্টিবাচক

গ. গুণবাচক

ঘ. জাতিবাচক

২৬. বণর্নীয় বিষয় প্রত্যক্ষীভ‚ত করতে কোন কালের ক্রিয়ারূপ ব্যবহৃত হয়?

ক. ঘটমান বতর্মান

খ. সাধারণ অতীত

গ. সাধারণ বতর্মান

ঘ. নিত্যবৃত্ত বতর্মান

২৭. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় ‘আদেশ’ প্রকাশ পেয়েছে কোনটিতে?

ক. পারলে কাল একবার এসো

খ. সত্য কথা গোপন কর না

গ. চেষ্টা কর, হয়তো অজানা থাকবে না

ঘ. সবর্দা সত্য কথা বলবে

২৮. বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?

ক. প্রথমে

খ. বিশেষ্যের আগে

গ. সবর্নামের আগে

ঘ. সমাপিকা ক্রিয়ার পরে

২৯. অনুবাদের ক্ষেত্রে মূলের কোন দিকটি অটুট রাখতে হয়?

ক. লক্ষ্যাথর্

খ. ভাব

গ. বাক্যবিন্যাস

ঘ. অলংকরণ

৩০. ব্যাকরণের অন্যতম প্রধান কাজ কী?

ক. ভাষাকে গতিশীল করা

খ. ভাষাকে বিশুদ্ধ করা

গ. ভাষাকে যুগোপযোগী করা

ঘ. ভাষাকে বিশ্লেষণ করা

৩১. বাংলাদেশের রণসংগীতের/জাতীয় সংগীতের প্রথম ১০ লাইন লেখ।

৩২. ‘বিদেশি চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন সিরিয়াল আমাদের নিজস্ব সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে’ উক্তিটির যথাথর্তা আলোচনা কর।

গণিত পূণর্মান: ১০০

সংক্ষেপে উত্তর দাও

১। দুটি সংখ্যার সমষ্টি ও পাথর্ক্য যথাক্রমে ৫০০ ও ৫০। সংখ্যা দুটি কী কী?

২। কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়?

৩। দুটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১ ঃ ৩ হলে, রাশি দুটি নিণর্য় কর।

৪। ১০ থেকে ১০০ এর মধ্যে কতগুলো শূন্য আছে?

৫। ৫০০ এর % = কত?

৬। একটি রাশি অন্য একটি রাশির ৫০%। রাশি দুটির অনুপাত কত?

৭। ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ ঃ ৬ হলে লাভ শতকরা কত?

৮। ৭০% = ৭০০ হলে, ১০০% = কত?

৯। যদি ৩-৩ = ৯, ৪-৪=১৬ এবং ৫-৫=২৫ হয় তবে ৬-৬ = কত হবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26302 and publish = 1 order by id desc limit 3' at line 1