মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

সমাস

৬২। ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?

ক. সাহেববৃন্দ

খ. সাহেববগর্

গ. সাহেবমÐলী

ঘ. সাহেবান

সঠিক উত্তর : ঘ. সাহেবান

৬৩। নিচের কোনটিতে বচনের ব্যবহার সঠিক হয়নি?

ক. কুসুমনিচয়

খ. পুস্তকরাজি

গ. কুসুমদাম

ঘ. কমলনিকর

সঠিক উত্তর : খ. পুস্তকরাজি

৬৪। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক. সিংহ বনে থাকে

খ. সকলে সব জানে না

গ. হঁাড়ি হঁাড়ি সন্দেশ

ঘ. অজস্র লোক জমেছে

সঠিক উত্তর : খ. সকলে সব জানে না

৬৫। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে?

ক. শিক্ষক

খ. মেধাবী

গ. বৈষ্ণব

ঘ. কিশোর

সঠিক উত্তর : ক. শিক্ষক

৬৬। ‘কাজল-কালো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. কাজলের ন্যায় কালো

খ. কাজল রূপ কালো

গ. কাজল ও কালো

ঘ. কালো যে কাজল

সঠিক উত্তর : ক. কাজলের ন্যায় কালো

৬৭। কোনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

ক. বগর্

খ. কুল

গ. রাজি

ঘ . সকল

সঠিক উত্তর : ক. বগর্

৬৮. বহুব্রীহি সমাসের পূবর্পদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?

ক. সমানাধিকরণ বহুব্রীহি

খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ. ব্যতিহার বহুব্রীহি

ঘ. প্রত্যায়ান্ত বহুব্রীহি

সঠিক উত্তর : খ. ব্যাধিকরণ বহুব্রীহি

৬৯. মহাকীতির্ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীতির্ যার

খ. মহা যে কীতির্

গ. মহতী যে কীতির্

ঘ. মহান যে কীতির্

সঠিক উত্তর : গ. মহতী যে কীতির্

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26300 and publish = 1 order by id desc limit 3' at line 1