শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রশ্ন: ‘ইহুদি নোবেল’ কিসের জন্য প্রদান করা হবে?

উত্তর: মানবতার সেবায় অবদান রাখার জন্য।

প্রশ্ন: বতর্মান বিশ্বে ‘ব্যক্তিগত ইন্টারনেট’ ব্যবহারের স্বাধীনতার দিক থেকে সবর্শীষর্ ও সবির্নম্ন দেশÑ

উত্তর: সবর্শীষর্ : আইসল্যান্ড, সবির্নম্ন চীন, কিউবা ও ইরান।

প্রশ্ন: ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ (ডাবিøউএফএফ) কী?

উত্তর: অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা।

প্রশ্ন: ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ (ডাবিøউএফএফ)-এর কাজ কী?

উত্তর: বৈশ্বিক দাসত্বের পরিমাণ নিধার্রণ।

প্রশ্ন: জনসংখ্যা অনুপাতে সবোর্চ্চ সংখ্যক মানুষ দাসত্ব পরিবেশে বাস করে কোন দেশে?

উত্তর: পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়।

প্রশ্ন: ‘স্বস্তি পরিষদ’ (ঝবপঁৎরঃু ঈড়ঁহপরষ) কী?

উত্তর: জাতিসংঘের ৬টি অঙ্গসংস্থার মধ্যে অন্যতম একটি (‘নিরাপত্তা পরিষদ’-এর অন্য নাম)।

প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর: পটুয়াখালী।

প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষাথের্ নিমির্ত?

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23372 and publish = 1 order by id desc limit 3' at line 1