মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির
আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
  ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

১২. গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়?

ক. এনজাইম

খ. ঐঈষ

গ. গ্যাস্ট্রিন হরমোন

ঘ. কাইম

সঠিক উত্তর : গ. গ্যাস্ট্রিন হরমোন

১৩. মানবদেহের ক্ষুদ্রতম ও দীঘর্তম অস্থি যথাক্রমে Ñ

ক. ম্যাক্সিলা, স্টেপিস

খ. ন্যাসাল, ফিমার

গ. স্টেপিস, ফিমার

ঘ. ফিমার, স্টেপিস

সঠিক উত্তর : গ. স্টেপিস, ফিমার

১৪. অস্থিসন্ধি প্রধানত Ñ

ক. ২ প্রকার

খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার

ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর : খ. ৩ প্রকার

১৫. কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি?

ক. শ্বসন ও শ্রবণ

খ. চলাচল

গ. ভারসাম্য রক্ষা

ঘ. লোহিত রক্তকণিকা উৎপাদন

সঠিক উত্তর : ক. শ্বসন ও শ্রবণ

১৬. ভাসমান পশুর্কা যথাক্রমে Ñ

ক. ১১ ও ১২তম

খ. ১ম ও ২য়

গ. ৮ম ও ৯ম

ঘ. ৯ম ও ১০ম

সঠিক উত্তর : ক. ১১ ও ১২তম

১৭. উপাঙ্গীয় কঙ্কালের উদাহরণ নয় Ñ

ক. বক্ষ অস্থিচক্র

খ. শ্রোণীচক্র

গ. বক্ষপিঞ্জর

ঘ. উধ্বার্ঙ্গ

সঠিক উত্তর : গ. বক্ষপিঞ্জর

১৮. গেøনয়েড গহŸর কোথায় থাকে?

ক. অগ্রপদে

খ. পশ্চাৎপদে

গ. শ্রোণীচক্রে

ঘ. আদশর্ কশেরুকায়

সঠিক উত্তর : ক. অগ্রপদে

১৯. ফিমার কোন অস্থিটিকে বলা হয়?

ক. বাহুর অস্থি

খ. হাতের অস্থি

গ. উরুর অস্থি

ঘ. পায়ের অস্থি

সঠিক উত্তর : গ. উরুর অস্থি

২০. হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয় Ñ

ক. অগ্রপদের অস্থি

খ. হাতের অস্থি

গ. বাহুর অস্থি

ঘ. পায়ের অস্থি

সঠিক উত্তর : গ. বাহুর অস্থি

২১. আরশোলার ইংগøুভিয়াল গ্যাংলিয়ন কোনটির পৃষ্ঠে থাকে?

ক. ক্রপ

খ. গিজাডর্

গ. মস্তিষ্ক

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : ক. ক্রপ

২২. কীটপতঙ্গের (আরশোলার) প্রধান রেচন অঙ্গ কী?

ক. বৃক্ক

খ. নেফ্রিডিয়া

গ. মালপিজিয়ান টিবিউলস

ঘ. চবির্

সঠিক উত্তর : গ. মালপিজিয়ান টিবিউলস

২৩. কোনো বিশেষ অঙ্গের সাহায্যে পুং তেলাপোকাকে স্ত্রী তেলাপোকা থেকে পৃথক করা যায়?

ক. অ্যানাল স্টাইল

খ. মুখপাঙ্গ

গ. সারকাম

ঘ. বহিঃত্বক

সঠিক উত্তর : ক. অ্যানাল স্টাইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23094 and publish = 1 order by id desc limit 3' at line 1