শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির
আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
  ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

১. পাকস্থলীর পরিপাকগ্রন্থি থেকে নিঃসৃত পরিপাকরসÑ

ক. ক্ষারকীয়

খ. নিরপেক্ষ

গ. অ¤øীয়

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : গ. অ¤øীয়

২. দুধকে জমাটবদ্ধ করে যে এনজাইম Ñ

ক. পেপসিন

খ. ট্রিপসিন

গ. রেনিন

ঘ. ল্যাকটেজ

সঠিক উত্তর : গ. রেনিন

৩. কোনটি গ্রন্থি নয়?

ক. অগ্ন্যাশয়

খ. শুক্রাশয়

গ. ডিম্বাশয়

ঘ. পিত্তাশয়

সঠিক উত্তর : ঘ. পিত্তাশয়

৪. অগ্ন্যাশয়ের কোন কোষ গøুকাগন উৎপন্ন করে?

ক. আলফা

খ. বিটা

গ. ডেলটা

ঘ. এসাইনার কোষ

সঠিক উত্তর : ক. আলফা

৫. কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?

ক. ডিওডেনাম

খ. জেজুনাম

গ. সিকাম

ঘ. ইলিয়াম

সঠিক উত্তর : গ. সিকাম

৬. আইলেটস অব ল্যাংগারহ্যান্স বা ল্যাংগারহ্যান্সের দ্বীপ কোথায় থাকে?

ক. বৃক্ক

খ. যকৃত

গ. অগ্ন্যাশয়

ঘ. প্লীহা

সঠিক উত্তর : গ. অগ্ন্যাশয়

৭. অগ্ন্যাশয় একটিÑ

ক. অন্তঃক্ষরা গ্রন্থি

খ. বহিঃক্ষরা গ্রন্থি

গ. মিশ্রগ্রন্থি

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : গ. মিশ্রগ্রন্থি

৮. স্থায়ী দঁাতের দন্ত সংকেত কোনটি?

ক. ও২ঈ১গ২

খ. ও২ঈ১চস২গ৩

গ. ও২ঈ১চস২গ২

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : খ. ও২ঈ১চস২গ৩

৯. মানুষের লালাগ্রন্থি Ñ

ক. ৩ জোড়া

খ. ৩টি

গ. ৬ জোড়া

ঘ. ২ জোড়া

সঠিক উত্তর : ক. ৩ জোড়া

১০. ক্ষুদ্রান্ত্রে পলিপেপটাইড অ্যামাইনো এসিডে পরিণত হয় কার প্রভাবে Ñ

ক. ইরেপসিন

খ. ট্রিপসিন

গ. পেপসিন

ঘ. ঐঈষ

সঠিক উত্তর : ক. ইরেপসিন

১১. পাকস্থলীর মিউকাস স্তরের ভঁাজকে কী বলে?

ক. ভিলাই

খ. মাইক্রোভিলাই

গ. সিলিয়া

ঘ. রুগী

সঠিক উত্তর : ঘ. রুগী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22914 and publish = 1 order by id desc limit 3' at line 1