শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

সূযের্র চারপাশে চক্রাকারে ঘুরেÑ
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো।

শূন্যস্থান পূরণ

৮৯। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অতি Ñসম্পকের্ মানুষ জানতে পেরেছে।

উত্তর : ক্ষুদ্র জীব

৯০। Ñ অনেক ঘটনার পূবার্ভাস এবং পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে পারে।

উত্তর : বিজ্ঞান

৯১। বিজ্ঞানের চচার্ একটি ধারাবাহিক Ñ।

উত্তর : অভিযান

৯২। Ñ উত্থাপনই বিজ্ঞান চচার্র প্রারম্ভিক ও শক্তিশালী হাতিয়ার।

উত্তর : প্রশ্ন

৯৩। বিশাল সৌরজগৎ Ñ একটি সদস্যমাত্র।

উত্তর : মহাবিশ্বের

৯৪। বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে Ñ উদঘাটন।

উত্তর : সম্পকর্

৯৫। পৃথিবী Ñ অক্ষের ওপর দিনে একবার পাক খায়।

উত্তর : আপন

৯৬। সূযের্র চারপাশে Ñ ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে।

উত্তর : পৃথিবী

৯৭। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে Ñ ডিগ্রি কোণ করে আছে।

উত্তর : ৬৬

৯৮। Ñ গোলাধের্ যখন গ্রীষ্মকাল তখন দিন ছোট রাত্রি বড়।

উত্তর : উত্তর

৯৯। চন্দ্রমাস সাড়ে Ñ দিনে পরিক্রমণ করে।

উত্তর : ২৯

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22233 and publish = 1 order by id desc limit 3' at line 1