logo
মঙ্গলবার ১৬ জুলাই, ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

ঢাবিতে স্মারক বৃত্তি প্রদান

ঢাবিতে স্মারক  বৃত্তি প্রদান
৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী তাহমিনা বানু (শিলু) স্মরণে বিভাগের অসচ্ছল ও মেধাবী তিন শিক্ষাথীের্ক বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীর্রা হলেনÑ সুপ্তি বালা, মো. সাইদুর রহমান ও তনুশ্রী বিশ্বাস। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবির উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষাথীের্দর হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট ফান্ডের দাতা তাহমিনা বানুর বড় ভাই অধ্যাপক ড. মোহাম্মদ আলী তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, তাহমিনা বানুর কয়েকজন সহপাঠী বন্ধু ও শিক্ষাথীর্রা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে