logo
মঙ্গলবার ১৬ জুলাই, ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬

  আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

পদাথির্বজ্ঞান

পদাথির্বজ্ঞান
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ।

তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির

পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির

৯. বরফ ও তামার ওপর চাপ প্রয়োগ করলে এদের গলনাঙ্কের কীরূপ পরিবতর্ন হবে?

ক. উভয়ের ক্ষেত্রে বাড়বে

খ. উভয়ের ক্ষেত্রে কমবে

গ. বরফের বাড়বে তামার কমবে

ঘ. তামার বাড়বে বরফের কমবে।

সঠিক উত্তর: ঘ. তামার বাড়বে বরফের কমবে

১০. এক অশ্ব ক্ষমতা=?

ক. ৭৪৬ ধিঃঃ

খ. ৬৬৭ ধিঃঃ

গ. ৪৭৬ ধিঃঃ

ঘ. ৭৬৪ ধিঃঃ

সঠিক উত্তর: ক. ৭৪৬ ধিঃঃ

১১. একটা টানা তারে আঘাত করলেÑ

ক. দীঘল তরঙ্গের সৃষ্টি হয়

খ. স্থির তরঙ্গের সৃষ্টি হয়

গ. কোনো তরঙ্গের সৃষ্টি হয় না

ঘ. সুরবজির্ত শব্দের সৃষ্টি হয়

সঠিক উত্তর: খ. স্থির তরঙ্গের সৃষ্টি হয়

১২. শব্দের গতিবেগ সবাের্পক্ষা কোনটিতে বেশি?

ক. লোহা

খ. পানি

গ. কাঠ

ঘ. বাতাস

সঠিক উত্তর: ক. লোহা

১৩. রকেট উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল?

ক. প্রথম সূত্রের ফল

খ. দ্বিতীয় সূত্রের ফল

গ. তৃতীয় সূত্রের ফল

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: গ. তৃতীয় সূত্রের ফল

১৪. একটি বস্তু এম ভর এবং ভি বেগ নিয়ে অবস্থান পরিবতর্ন করলে তার গতিশক্তি হবে Ñ

ক. সা

খ. ১/২ সা২

গ. সা২

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: খ. ১/২ সা২

১৫. শব্দের কোন নীতি সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয় Ñ

ক. বীট

খ. অনুনাদ

গ. প্রতিফলন

ঘ. ব্যতিচার

সঠিক উত্তর: গ. প্রতিফলন

১৬. পৃথিবীর আকষর্ণ ছাড়িয়ে যেতে বস্তুর যে গতির প্রয়োজন Ñ

ক. ৭ মাইল/সে.

খ. ১৫ মাইল/সে.

গ. ১০ মাইল/সে.

ঘ. ২৫ মাইল/সে.

সঠিক উত্তর: ক. ৭ মাইল/ সে.

১৭. চন্দ্রপৃষ্ঠে শব্দ শুনতে না পারার কারণÑ

ক. কোনো বাতাস নেই

খ. কোনো আলো নেই

গ. কোনো অক্সিজেন নেই

ঘ. কোনো প্রতিবন্ধকতা নেই

সঠিক উত্তর: ঘ. কোনো প্রতিবন্ধকতা নেই

১৮. কোন যন্ত্র দিয়ে তাপের পরিমাণ নিণর্য় করা যায়?

ক. থামোির্মটার

খ. থামোর্ফ্লাক্স

গ. থামোের্স্টট

ঘ. ক্যালরিমিটার

সঠিক উত্তর: গ. থামোের্স্টট

১৯. ভূ-পৃষ্ঠের নিকটতমস্তরে আয়তন হিসেবে বায়ুর বিভিন্ন উপাদানের অনুপাত দেয়া হলো, কোনটি ঠিক?

ক. নাইট্রোজেন ৭০%

খ. অক্সিজেন ২৫%

গ. জলীয় বাষ্প ১.৪%

ঘ. নিষ্ক্রিয় গ্যাস ২.৪%

সঠিক উত্তর: গ. জলীয় বাষ্প ১.৪%

২০. কোন বস্তুর ওপর প্রযুক্ত নিট বল শূন্য হলে বস্তুটি সরল পথে Ñ

ক. সমত্বরণে চলতে থাকে

খ. সমমন্দনে চলতে থাকে

গ. সমদ্রুতিতে চলতে থাকে

ঘ. সমবেগে চলতে থাকে

সঠিক উত্তর: ঘ. সমবেগে চলতে থাকে

২১. নিদির্ষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সবাির্ধক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে Ñ

ক. অসম্পৃক্ত বাষ্প

খ. সম্পৃক্ত বাষ্পচাপ

গ. সম্পৃক্ত বাষ্প

ঘ. অসম্পৃক্ত বাষ্পচাপ

সঠিক উত্তর: ক. অসম্পৃক্ত বাষ্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে