শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অজর্ন করেছিল?

উত্তর : ভবানী বেনে।

প্রশ্ন : কবিগানের কয়টি বিভাগ কী কী?

উত্তর : ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।

প্রশ্ন : হরু ঠাকুরের প্রকৃত নাম কী?

উত্তর : হরেকৃষ্ণ দিঘাড়ী।

প্রশ্ন : কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কী?

উত্তর : কৃষ্ণচন্দ্র চমর্কার।

প্রশ্ন : কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পযর্ন্ত বিস্তৃত ছিল?

উত্তর : ১৭৩০-১৮৩০ সাল পযর্ন্ত।

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?

উত্তর : রাম বসু।

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে পতুির্গজ খ্রিস্টান কে ছিলেন?

উত্তর : অ্যান্টনি ফিরিঙ্গি।

প্রশ্ন : অনন্ত বড়ু এর ছদ্মনাম কী?

উত্তর : বড়ু চÐীদাস।

প্রশ্ন : অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্মনাম কী?

উত্তর : নীহারিকা দেবী।

প্রশ্ন : আব্দুল কাদির এর উপাধি কী?

উত্তর : ছান্দসিক কবি।

প্রশ্ন : আলাওল এর উপাধি কী?

উত্তর : মহাকবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<19028 and publish = 1 order by id desc limit 3' at line 1