শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

ভাষা

৩৪। দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়?

ক. মিল

খ. প্রয়োগ

গ. ভিন্নতা

ঘ. সাদৃশ্য

সঠিক উত্তর: গ. ভিন্নতা

৩৫। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কী পাই?

ক. বি + অ + কৃ + অন

খ. বি + আ + কৃ + অন

গ. ব্য + অ + কৃ + অন

ঘ. ব্য + আ + কৃ + অন

সঠিক উত্তর: খ. বি + আ + কৃ + অন

৩৬। ‘যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাংলা ব্যাকরণ।’-এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. জ্যোতিভ‚ষণ চাকী

ঘ. ডক্টর সুকুমার সেন

সঠিক উত্তর: ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

৩৭। ‘যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।’-এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. জ্যোতিভূষণ চাকী

খ. ডক্টর সুকুমার সেন

গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: খ. ডক্টর সুকুমার সেন

৩৮। সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি?

ক. ছন্দ

খ. অলঙ্কার

গ. ছন্দ-অলঙ্কার

ঘ. ব্যাকরণ

সঠিক উত্তর: ঘ. ব্যাকরণ

৩৯। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-

ক. ভাষার শৃঙ্খলা

খ. ভাষার উন্নতি

গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা

ঘ. ভাষার বিশ্লেষণ

সঠিক উত্তর: ঘ. ভাষার বিশ্লেষণ

৪০। ব্যাকরণ এসেছে কখন?

ক. ভাষার আগে

খ. ভাষা সৃষ্টির পরে

গ. ভাষা সৃষ্টির সঙ্গে

ঘ. সাম্প্রতিক কালে।

সঠিক উত্তর: খ. ভাষা সৃষ্টির পরে

৪১। ব্যাকরণের মূল ভিত্তি কী?

ক. ধ্বনি

খ. ভাষা

গ. ভাব

ঘ. বাক্য

সঠিক উত্তর: খ. ভাষা

৪২। সব ভাষায় ব্যাকরণের কয়টি প্রধান বিষয় আলোচনা করা হয়?

ক. তিনটি

খ. চারটি

গ. পঁাচটি

ঘ. ছয়টি

সঠিক উত্তর: খ. চারটি

৪৩। ব্যাকরণকে ভাষার কী বলা হয়?

ক. গুরু

খ. শৃঙ্খলা রক্ষাকারী

গ. নিদের্শকারী

ঘ. অভিধান

সঠিক উত্তর: খ. শৃঙ্খলা রক্ষাকারী

৪৪। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কী করতে সহায়তা করে?

ক. প্রাঞ্জল

খ. নিভুর্ল

গ. সুসামঞ্জস্য

ঘ. ত্রুটিযুক্ত

সঠিক উত্তর: খ. নিভুর্ল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18167 and publish = 1 order by id desc limit 3' at line 1