বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ঔপনিবেশিক যুগের প্রতœ পরিচয় বহন করেÑ
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৪

২৪। ভারতবষের্র শেষ মোঘল স¤্রাট

কে ছিলেন?

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) বাহাদুর শাহ জাফর

সঠিক উত্তর : (ঘ) বাহাদুর শাহ জাফর

২৫। ঔপনিবেশিক যুগের প্রতœ পরিচয় বহন করে কোনটি?

(ক) আহসান মঞ্জিল

(খ) জাতীয় সংসদ

(গ) সংস্কৃত কলেজ

(ঘ) শহীদ মিনার

সঠিক উত্তর : (ক) আহসান মঞ্জিল

২৬। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?

(ক) পদ্মা

(খ) মেঘনা

(গ) যমুনা

(ঘ) বুড়িগঙ্গা

সঠিক উত্তর : (ঘ) বুড়িগঙ্গা

২৭। সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী কোথায় ছিল?

(ক) পাবনা

(খ) সোনারগঁাও

(গ) রংপুর

(ঘ) ঢাকা

সঠিক উত্তর : (খ) সোনারগঁাও

২৮। গ্রিক সমাধিসৌধ নিমির্ত হয় কত সালে?

(ক) ১৯১৫ সালে

(খ) ১৯২০সালে

(গ) ১৯২৫সালে

(ঘ) ১৯৩০সালে

সঠিক উত্তর : (ক) ১৯১৫ সালে

২৯। উত্তরা গণভবন ভ্রমণের মাধ্যমে আমরাÑ

(র) ইতিহাস ও ঐতিহ্য সম্পকের্ ধারণা লাভ করা যায়

(রর) জমিদার নরেন্দ্র নারায়ণ সম্পকের্ জানা যায়

(ররর) বিভিন্ন অঞ্চলের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া যায়।

নিচের কোনটি সঠিক?

(ক) র

(খ) র ও ররর

(গ) রর

(ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18166 and publish = 1 order by id desc limit 3' at line 1