শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রশ্ন : মুকুন্দ রামকে কে কেন কবিকঙ্কন’ উপাধি দেন?

উত্তর : জমিদার রঘুনাথ শ্রী শ্রী চÐীমঙ্গল কাব্য রচনার জন্য।

প্রশ্ন : মুকুন্দ রামের চÐীমঙ্গল কাব্যের অন্যান্য নাম কী কী?

উত্তর : অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরীমঙ্গল, চÐীমঙ্গল, প্রভৃতি।

প্রশ্ন : চÐীমঙ্গলের উল্লেখযোগ্য কবির নাম কী?

উত্তর : দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবতীর্ প্রমুখ।

প্রশ্ন : ধমর্মঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কী কী?

উত্তর : দুটি। যথা : (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।

প্রশ্ন : ধমর্মঙ্গল কাব্যের আদি কবি কে?

উত্তর : ময়ূর ভট্ট।

প্রশ্ন : হাকন্দপুরান’ কার রচিত কাব্য গ্রন্থ?

উত্তর : ময়ূর ভট্ট।

প্রশ্ন : শ্যাম পÐিত কে ছিলেন?

উত্তর : ধমর্মঙ্গলের অন্যতম কবি।

প্রশ্ন : নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?

উত্তর : শ্যাম পÐিত।

প্রশ্ন : সা’ বারিদ খান রচিত মঙ্গল কাব্যের নাম কী?

উত্তর : বিদ্যাসুন্দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17825 and publish = 1 order by id desc limit 3' at line 1