logo
সোমবার ২২ এপ্রিল, ২০১৯, ৯ বৈশাখ ১৪২৬

  মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া   ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি   বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন : ২. ইংরেজরা কত সময় ধরে এ দেশে রাজত্ব করে?

উত্তর : ইংরেজরা প্রায় ২০০ বছর ধরে (১৭৫৭ থেকে ১৯৪৭) এ দেশে রাজত্ব করে।

প্রশ্ন : ৩. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর : সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।

প্রশ্ন : ৪. সিরাজউদ্দৌলা কখন বাংলার নবাব হন?

উত্তর : নবাব আলীবদির্ খঁার মৃত্যুর পর ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।

প্রশ্ন : ৫. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?

উত্তর : ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’।

প্রশ্ন : ৬. কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

প্রশ্ন : ৭. কখন বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

প্রশ্ন : ৮. কখন সিপাহি বিদ্রোহ দেখা দেয়?

উত্তর : ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়।

প্রশ্ন : ৯. ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে কত বছর এ দেশ শাসন করে?

উত্তর : ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পযর্ন্ত মোট ৯০ বছর ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে এ দেশ শাসন করে।

প্রশ্ন : ১০. কোন শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে?

উত্তর : ইংরেজ শাসনামলে (উনিশ শতকে) বাংলায় নবজাগরণ ঘটে।

প্রশ্ন : ১১. বাংলায় নবজাগরণের ফলাফল কী ছিল?

উত্তর : বাংলায় নবজাগরণের ফলে সামাজিক সংস্কারসহ, শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।

প্রশ্ন : ১২. বঁাশের কেল্লা কে নিমার্ণ করেন?

উত্তর : তিতুমীর বঁাশের কেল্লা নিমার্ণ করেন।

প্রশ্ন : ১৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম কোনটি?

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগাম।

প্রশ্ন : ১৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?

উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবষের্ক স্বাধীন করা।

প্রশ্ন : ১৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে প্রথম বিদ্রোহ সংঘটিত হয় কোথায়?

উত্তর : ১৯৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে প্রথম বিদ্রোহ সংঘটিত হয় ব্যারাকপুরে।

প্রশ্ন : ১৬. কোন বিদ্রোহের ফলে ভারতবষের্ কোম্পানি শাসনের অবসান হয়?

উত্তর : সিপাহি বিদ্রোহের ফলে ভারতবষের্ কোম্পানি শাসনের অবসান হয়।

প্রশ্ন : ১৭. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়Ñ

উত্তর : ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়।

প্রশ্ন : ১৮. ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয় কেন?

উত্তর : বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রশ্ন : ১৯. বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?

উত্তর : ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে