logo
সোমবার ১৭ জুন, ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬

  মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির।

২৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মাচের্র ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. রেসকোসর্ ময়দানে

গ. লালদীঘির ময়দানে

ঘ. মানিক মিয়া এভিনিউতে

উত্তর : খ. রেসকোসর্ ময়দানে

২৯. হানাদার পকিস্তানি সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমÐির বাড়ি আক্রমণ করে?

ক. ৭ মাচর্ ১৯৭১

খ. ২৫ মাচর্ ১৯৭১

গ. ২৬ মাচর্ ১৯৭১

ঘ. ২৭ মাচর্ ১৯৭১

উত্তর : খ. ২৫ মাচর্ ১৯৭১

৩০. ২৪ জনুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসরকারি অথৈর্নতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?

ক. মেঘনা অথৈর্নতিক অঞ্চল

খ. আবদুর মোনেম অথৈর্নতিক অঞ্চল

গ. নাফ ট্যুরিজম পাকর্ অথৈর্নতিক অঞ্চল

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তর : গ. নাফ ট্যুরিজম পাকর্ অথৈর্নতিক অঞ্চল

৩১. প্রধান নিবার্চন কমিশনার ও নিবার্চন কমিশনারদের সবির্নম্ন বয়সসীমা কত?

ক. ৫৯ বছর

খ. ৬১ বছর

গ. ৬০ বছর

ঘ. প্রযোজ্য নয়

উত্তর : ঘ. প্রযোজ্য নয়

৩২. পাট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?

ক. ৩১ জানুয়ারি ২০১৭

খ. ১১ ফেব্রæয়ারি

গ. ১২ ফেব্রæয়ারি ২০১৭

ঘ. ১৪ ফেব্রæয়ারি ২০১৭

উত্তর : ঘ. ১৪ ফেব্রæয়ারি ২০১৭

৩৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

ক. যশোর

খ. কুষ্টিয়া

গ. মেহেরপুর

ঘ. চুয়াডাঙ্গা

উত্তর : গ. মেহেরপুর

৩৪. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. মওলানা ভাসানী

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. তাজউদ্দীন আহমদ

উত্তর : গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবির্ধনায়ক কে ছিলেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. জেনারেল এমএজি ওসমানী

গ. কনের্ল শফিউল্লাহ

ঘ. মেজর জিয়াউর রহমান

উত্তর : ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৬. অপারেশন জ্যাকপট হলো

ক. স্থল অভিযান

খ. বিমান অভিযান

গ. নৌ অভিযান

ঘ. স্থল ও বিমান উভয় অভিযান

উত্তর : গ. নৌ অভিযান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে