শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বতর্মানে বিনোদন চাহিদা পূরণ করেÑ
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
  ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৩

৭২। কোনটি সাংস্কৃতিক আদশের্র উদাহরণ?

(ক) মূল্যবোধ

(খ) যোগাযোগ রক্ষা

(গ) ধমির্বশ্বাস

(ঘ) ভাষা

সঠিক উত্তর : (গ) ধমির্বশ্বাস

৭৩। প্রযুক্তিগত পরিবতর্ন আমাদের সংস্কৃতিতে কীরূপ পরিবতর্ন ঘটাচ্ছে?

(ক) ইতিবাচক

(খ) নীতিবাচক

(গ) নিম্নমুখী

(ঘ) মধ্যমুখী

সঠিক উত্তর : (ক) ইতিবাচক

৭৪। বতর্মানে বাংলাদেশের মানুষ বিনোদন চাহিদা পূরণ করেÑ

(র) যাত্রাপালা

(রর) মিডিয়া

(ররর) ফেসবুক

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৭৫। সাংস্কৃতিক পরিবতর্ন ত্বরান্বিত করার জন্য কোনটি জরুরি?

(ক) সামাজিক পরিবতর্ন

(খ) অথৈর্নতিক প্রবৃদ্ধি

(গ) মাথাপিছু আয়বৃদ্ধি

(ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

সঠিক উত্তর : (ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি

৭৬। কোনটির কারণে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে?

(ক) তথ্যপ্রযুক্তি

(খ) রেডিও

(গ) সংবাদপত্র

(ঘ) টেলিভিশন

সঠিক উত্তর : (ক) তথ্যপ্রযুক্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16960 and publish = 1 order by id desc limit 3' at line 1